দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),০৩ জুন : গরু’কে জাতীয় পশু ঘোষণা এবং নির্বিচারে গরু নিধন বন্ধের দাবিতে পায়ে হেঁটে ভারত ভ্রমনে বেড়িয়েছেন রাজস্থানের জয়পুরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার শিবরাজ সিং শেখাওয়াত । শুক্রবার সকালে তাঁকে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের বড়াচৌমাথায় বিশ্রাম নিতে দেখা যায় । ক্ষনিকের বিশ্রামের তিনি রওনা হন বীরভূমের মুখে । গন্তব্য তারাপীঠ ৷
জানা গেছে,বছর ত্রিশের যুবক শিবরাজ সিং শেখাওয়াতের বাড়ি রাজস্থানের ঝুনঝুনু জেলার সুরুপুরা গ্রামে । কিন্তু থাকেন জয়পুরে । তিনি জানিয়েছেন,২০২১ সালের ১১ ডিসেম্বর তামিলনাড়ুর রামেশ্বরম মন্দির থেকে তাঁর পদযাত্রা শুরু হয় । তারপর তামিলনাড়ু,অন্ধ্রপ্রদেশ,তেলেঙ্গানা মহারাষ্ট্র, ছত্রিশগড়,উড়িষ্যা হয়ে তিনি পশ্চিমবঙ্গে এসেছেন । তারাপীঠে তারা মায়ের দর্শনের পর তিনি ঝাড়খণ্ড,বিহার,ইউপি,উত্তরাখন্ড, জম্মু-কাশ্মীর, চন্ডীগড়,পাঞ্জাব,হরিয়ানা,রাজস্থান,মধ্যপ্রদেশ, গুজরাট হয়ে মহারাষ্ট্রে যাবেন । আর সম্পূর্ণ পথ যাবেন পায়ে হেঁটে । তিনি বলেন, ‘প্রতিদিন ২৫-৩০ কিমি হাঁটি । পাঁচ কিমি অন্তর বিশ্রাম নিই । তারাপীঠ যেতে ৩-৪ দিন সময় লাগবে । সম্পূর্ণ ভারত ভ্রমন করতে এখনও এখনও দেড় থেকে দু’বছর লাগবে।’
শুনুন কি বলছেন শিবরাজ সিং শেখাওয়াত :
ভারত ভ্রমনের চিন্তা কিভাবে মাথায় এল ? এই প্রশ্নের উত্তরে শিবরাজ সিং শেখাওয়াত বলেন, ‘আমি ২০১৭ সালে কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পাশ করেছি ৷ তারপর ৫ বছর চাকরি করি । একদিন আমার গুরুদেব আমাকে ডেকে পাঠান । তিনি নির্দেশ দেন গো মাতাকে জাতীয় পশু ঘোষণা এবং গো বংশের নিধন বন্ধের জন্য দেশ জুড়ে প্রচার চালাতে হবে । তাঁর নির্দেশেই পায়ে হেঁটে ভারত ভ্রমনে বেড়িয়ে পড়েছি ।’ কিন্তু এই দীর্ঘ পথ পায়ে হেঁটে ভ্রমন কি সম্ভব ? এই প্রশ্নের উত্তরে মুচকি হেঁসে তিনি বলেন, ‘আমার মাথার উপর লাড্ডু গোপালের আশীর্বাদ আছে ।’ তিনি জানান, প্রচারমূলক এই ভ্রমণ যাত্রায় চার ধাম ও ১২ জ্যোর্তিলিঙ্গ দর্শন করবেন তিনি ।।