শ্যামসুন্দর ঘোষ, পূর্বস্থলী (পূর্ব বর্ধমান), ০৫ অক্টোবর :বুধবার বিজয়া দশমীর দিন দেবী দূর্গার চিন্ময়ী রূপের পাশেই জীবন্ত দূর্গাপূজোর আয়োজন করা হল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী-১ ব্লকের দামোদর পাড়া সমাজ কল্যান হোমে । হোমের পড়ুয়াদের দেবী দূর্গা,কার্তিক, গনেশ, লক্ষ্মী, সরস্বতী,মহিসাসুর, সিংহ, ইঁদুর ও পেঁচা সাজিয়ে মূল মূর্তির পাশে দাঁড় করিয়ে রীতিমতো শাস্ত্র মেনে আরতি করলেন পুরোহিত । অভিনব এই পূজো ঘিরে স্থানীয় মানুষদের উৎসাহ ছিল চোখে পড়ার মত । পূজো পর্ব মিটে যাওয়ার পর আয়োজন করা হয় মধ্যাহ্ন ভোজনের । শতাধিক গ্রামবাসীকে পাত পেরে খাওয়ানো হল ভাত, মুগডাল, মাংস, চাটনি আর মিষ্টি । পূর্বস্থলীর ওই হোমের পূজো ও খাওয়া দাওয়া পর্ব নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করলের রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ।
প্রসঙ্গত,পূর্বে শ্রীরামপুর অঞ্চলের বিদ্যানগর প্রাথমিক স্কুল মাঠে জীবন্ত দূর্গাপূজোর আয়োজন করা হত । দামোদরপাড়া সমাজ কল্যান হোমের শিশুদের দেবদেবী সাজিয়ে নিয়ে যাওয়া হতো বিদ্যানগরে । বিজয়া দশমীর দিন অভিনব এই পুজো দেখতে ব্যাপক ভিড় হত । কিন্তু ২০২১ সাল থেকে অভিনব এই পূজো বিদ্যানগর থেকে সরিয়ে নিয়ে আসা হয় দামোদরপাড়া সমাজ কল্যান হোমে । এবছর দেবীদূর্গা রূপে দেখা গেছে কাজল কিস্কুকে । লক্ষ্মী সেজেছিল সুরলিনা মান্ডি, সরস্বতী প্রমিলা হাঁসদা,কার্তিক গোপাল সরকার,গনেশ শচীন মুর্মু, অসুর দেবলীনা মান্ডি,সিংহ রূপে দেখা গেছে বিশ্বনাথ সুত্রধরকে ৷ আর ইঁদুর সেজেছিল বিপিন হাঁসদা । দুঃস্থ পরিবারের ওই শিশুরা সকলেই হোমের আবাসিক পড়ুয়া ।।