এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,১৪ জানুয়ারী : আজ বুধবার মকর সংক্রান্তির দিনেই মানসিক ভারসাম্যহীন তুতো দাদার হাতে সস্ত্রীক খুন হয়ে গেলেন ভাই ৷ এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মাথাভাঙ্গা-২ ব্লকের ভোগমারা সংলগ্ন ডাকুয়ারটারি এলাকায় । নিহতরা হলেন দিলীপ বর্মন ও স্ত্রী সম্পা বর্মন । ঘাতক নারায়ণ বর্মন নিহত দিলীপ বাবুর জ্যাঠার ছেলে । সে মানসিকভাবে ভারসাম্যহীন ।
স্থানীয়রা জানান,সব সময়ই লো’হার রড বা ধারালো অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করে নারায়ণ। এর আগেও কয়েকজনকে সে জখম করেছে। একবার জেলেও গিয়েছিল । সম্প্রতি সে জামিনে ছাড়া পায় । জেল থেকে ফিরে এসে দিন কয়েক স্বাভাবিক আচরণ করছিল ঘাতক নারায়ণ বর্মন । কিন্তু তারই মাঝে সে তার খুড়তুতো ভাই এবং ভাতৃবধূকে নৃশংসভাবে খুন করায় স্তম্ভিত এলাকাবাসী । তবে হত্যাকাণ্ডের পরেই সে চম্পট দিয়েছে ৷ ঘাতক দাদাকে গ্রেপ্তার করে আইনত কঠোর শাস্তির দাবি তুলেছেন বাসিন্দারা।
তবে ঠিক কি পরিস্থিতিতে নারায়ণ বর্মন এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটালো তা এখনো স্পষ্ট নয় । প্রতিবেশীরাও বিষয়টি নিয়ে বিশেষ কিছু জানাতে পারেনি৷ এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার সহ ঘোকসাডাঙা থানার বিশাল পুলিশ বাহিনী। পরে দম্পতির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ । পুলিশ ঘাতকের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে ।।

