এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৯ অক্টোবর : মহাষষ্ঠীর দিনে বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু হল পূর্ব বর্ধমান জেলার ভাতারের এক প্রৌঢ়ার । মৃতার নাম হীরা দাস (৫১)। তিনি ভাতার থানার মাধপুর গ্রামের বাসিন্দা ৷ আজ বুধবার বিকেল তিনটে নাগাদ বাড়ি ফেরার সময় মাধপুর গ্রামের কাছে তার উপর বজ্রপাত হয় । তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন । স্থানীয় বাসিন্দাদের নজরে পড়লে তারা ছুটে এসে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । কিন্তু শেষ রক্ষা হয়নি । উৎসবের আবহে মর্মান্তিক এই ঘটনায় গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে ।
জানা গেছে,আজ বিকেলে নাসিগ্রামে একটি ব্যাঙ্কে স্বনির্ভর গোষ্ঠীর কিস্তির টাকা জমা দিয়ে বাড়ি ফিরছিলেন মাধপুর গ্রামের বাসিন্দা হীরা দাস । বাড়ি কাছেই হওয়ায় তিনি পায়ে হেঁটে একাই বাড়ি ফিরছিলেন । সেই সময় আকাশে ঘনকালো মেঘ জমে । অল্প বৃষ্টিপাতের সঙ্গে চলে মুহুর্মুহু বজ্রপাত । দুর্ভাগ্য বশত বজ্রপাতের কবলে পড়ে যান তিনি এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তার ।
জানা গেছে,হীরাদেবীর বাড়িতে রয়েছেন স্বামী,ছেলে ও পুত্রবধূ । তিন মেয়ের বিয়ে হয়ে গেছে । বাংলীদের শ্রেষ্ঠ উৎসবের শুরুর দিনেই এই ঘটনায় গোটা পরিবার শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছে ।।