এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,১৬ এপ্রিল : মাইকে হনুমান চালিশা’ বাজানোর পর এবার হনুমান জয়ন্তী উপলক্ষে পুনের একটি মন্দিরে মহা আরতি করতে চলেছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান(এমএনএস) রাজ ঠাকরে । দলীয় সুত্রে খবর,পুনের কুমঠেকার রোডে বিখ্যাত হনুমান মন্দিরে তিনি মহারতি করতে চলেছেন । সম্প্রতি, ঠাকরে মসজিদ থেকে লাউডস্পিকারের মাধ্যমে আযান দেওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন রাজ ঠাকরে । মঙ্গলবার তিনি রাজ্য সরকারকে চরমপত্র দিয়ে জানিয়েছেন, মে মাসের ৩ তারিখের মধ্যে মসজিদের লাউডস্পিকার সরানোর ব্যবস্থা করতে হবে । শিবসেনা সরকার যাই করুক না কেন এই ইস্যুতে তিনি পিছপা হবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন ।
এদিকে এমএনএস সুপ্রীমো রাজ ঠাকরের হনুমান জয়ন্তীর দিন মহা আরতি করতে যাচ্ছেন দেখে ওই দিন একটি ‘সর্ব ধর্ম’ অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) পুনে ইউনিট । কারেভনগরের হনুমান মন্দিরে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে একদিকে হনুমান জয়ন্তী এবং অন্যদিকে মন্দিরে ইফতারের আয়োজন করা হবে বলে খবর ।।