এইদিন ওয়েবডেস্ক,মুজাফফরপুর,২৪ এপ্রিল : বিহারে ফের কট্টরপন্থী হামলার শিকার হল একটি হিন্দু মন্দির । এবারে গত শনিবার ঈদের দিনে বিহারের মুজাফফরপুরে দূর্গামন্দিরে চটি পরে ঢুকে দেবী প্রতিমার সামনে পাজামা খুলে প্রস্রাব করে দিল মোহাম্মদ মইউদ্দীন (Mohammed Moinuddin) নামে এক জিহাদি । এই ঘটনার কথা জানাজানি হতেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । এই ঘটনায় অভিযুক্ত জিহাদিকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতের বাড়ি মুজাফফরপুরে দিওয়ান রোড (Diwan road) এলাকায় ।
মিডিয়া রিপোর্টে জানা গেছে,মুজাফফরপুর শহরের কল্যানী চকে(Kalyani Chowk) রয়েছে প্রাচীন ওই দূর্গামন্দিরটি । শনিবার মন্দিরের পুরোহিত যখন দেবীর পূজো করছিলেন সেই সময় বছর ২২ এর যুবক মোহাম্মদ মইউদ্দীন চপ্পল পরে জোরপূর্বক মন্দিরে ঢুকে পড়ে । পুরোহিত বাধা দিতে গেলে তাকে মারধর করে । তারপর দেবী প্রতিমার সামনে গিয়ে পায়জামা খুলে প্রস্রাব করে দেয় ওই জিহাদি । প্রস্রাব করার সময় সে ধর্মীয় শ্লোগান দিতে থাকে বলে অভিযোগ । এদিকে পুরোহিতের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হতে শুরু করলে পালিয়ে যায় ওই জিহাদি ।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশবাহিনী । স্থানীয় হিন্দুরা অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানায় । পরে অভিযুক্ত মুসলিম যুবককে গ্রেফতার করে পুলিশ। এদিকে এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় । ঘটনার পর এলাকায় টহল দেয় পুলিশবাহিনী । পুলিশ জানিয়েছে,ধৃতকে জেরা করে এই ঘৃণ্য কাজের কারন জানার চেষ্টা চলছে।।

