রাহুল রায়, কাটোয়া(পূর্ব বর্ধমান),২৫ মার্চ : আজ সোমবার দোল পূর্ণিমার দিনেই উদ্বোধন হলো পূর্ব জেলার কাটোয়া-২ ব্লকের সাহাপুরগ্ৰামের রাধাকৃষ্ণের মন্দির। উদ্বোধন করলেন কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী। উপস্থিত ছিলেন কাটোয়া-২ পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন,জেলা পরিষদের সদস্য নিতাই সুন্দর মুখার্জী,স্বামী সৎগুরু দাস কাঠিয়া মহারাজ প্রমুখ ।
প্রসঙ্গত,সাহাপুরগ্ৰামে বড় মন্দির নেই এই প্রথম গ্ৰামের মানুষদের সহযোগিতায় একটি মন্দির তৈরি হল । মন্দিরে রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ। সাহাপুরগ্ৰামে নতুন রাধাকৃষ্ণের মন্দিরের আগে,প্রায় ১০০ বছরের পুরনো রঘুনাথ জিও মন্দির ছিল। কয়েকবছর ধরে লড়াই করার পর অবশেষে আশাপূরণ হলো সাহাপুরগ্ৰামবাসীর। গ্ৰামের মানুষদের সহযোগিতায় পুরাতন রঘুনাথ জিও মন্দিরের জায়গা তৈরি করছে পাকা কংক্রিটের মন্দির। আজ নতুন মন্দিরে দোল পূর্ণিমা উপলক্ষে রাধাকৃষ্ণের পুজোর আয়োজন করা হয়। মন্দির চত্বরে এলাকার মহিলারা আবির খেলায় মেতে ওঠেন । নতুন মন্দিরের উদ্বোধন হওয়ায় আপামর গ্রামবাসীর মুখে ছিল খুশির ঝিলিক ।।