এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৬ নভেম্বর : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর- এর বিরুদ্ধে পথে নেমেছে এরাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । “ভোটার তালিকা থেকে একটাও নাম বাদ গেলে”….একথা বলে বিভিন্ন হুমকি ধমকি দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি, তার ভাইপো অভিষেক থেকে শুরু করে দলে বড়-মেজো-ছোটো নেতারা । গত ৪ নভেম্বর মঙ্গলবার রাজ্য জুড়ে এস আই আর-এর কাজ আনুষ্ঠানিক শুরু হওয়ার দিনেই বিরোধিতায় কলকাতার রাজপথে নামেন মমতা- অভিষেক । এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তৃণমূল সাংসদ সৌগত রায় ও বিধায়ক মদন মিত্রকে এনামুরেশনের ফর্ম হাতে নিজের নিজের এলাকার বিএলও-দের সাথে ফটো তুলতে দেখা গেলো । এনিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলছে বিজেপি ।
রাজ্য বিজেপির যুবমোর্চার সহ-সভাপতি তরুনজ্যোতি তিওয়ারি তৃণমূল সাংসদ সৌগত রায় ও বিধায়ক মদন মিত্রের সেই ছবি এক্স-এ পোস্ট করে তৃণমূলের বিরুদ্ধে এসআইআর নিয়ে “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” ভাবে “বিভ্রান্তি ছড়ানো” র অভিযোগ তুলেছেন । তিনি লিখেছেন,’মুখ্যমন্ত্রী এবং তার দলের কার্যকলাপ প্রমাণ করে তারা মিথ্যাবাদী।
SIR নিয়ে যে বিভ্রান্তি ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন যে বাবা-মার birth certificate লাগবে — কিন্তু সেটি সম্পূর্ণ মিথ্যে। সেটা হলে মমতা বন্দ্যোপাধ্যায় SIR এ অংশগ্রহণ করতেন না।
বাস্তব তথ্য হলো —যদি 2002 সালের ভোটার তালিকায় আপনার নিজের নাম থাকে, অথবা আপনার বাবা-মা বা দাদু-দিদার নাম SIR-এ থাকে, তাহলে কোনও নথি লাগবে না। যদি না থাকে তাহলে অন্য যে কাগজ বলা আছে সেটা দিলেই হবে। অর্থাৎ SIR প্রক্রিয়া মানুষকে বাদ দেওয়ার নয়, বরং ভোটার তালিকা স্বচ্ছ ও ত্রুটিমুক্ত করার উদ্যোগ।
অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, সৌগত রায় সহ একাধিক তৃণমূল নেতা-নেত্রী নিজেরাই SIR-এ অংশগ্রহণ করেছেন, BLO-র সঙ্গে ছবি তুলেছেন — অথচ সাধারণ মানুষকে ভয় দেখিয়েছেন!এটাই তৃণমূলের চরিত্র — নিজে অংশ নাও, আর জনসাধারণকে ভয় দেখাও।’ তিনি রাজ্যবাসীর কাছে আহ্বান জানিয়ে লিখেছেন, ‘সচেতন হোন, অংশ নিন।ভারতে ভোট দেবে ভারতীয়রা — অনুপ্রবেশকারীরা নয়।’।

