এইদিন ওয়েবডেস্ক, ভাতার (পূর্ব বর্ধমান) ২৮ সেপ্টেম্বর: কাটোয়ায় দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে একটি চায়ের দোকানে বসে আড্ডার ছলে জনসংযোগ কর্মসূচি সারলেন বিজেপির বিধায়ক লক্ষণচন্দ্র ঘরুই। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক লক্ষণচন্দ্র ঘরুই। তিনি এদিন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ভাতার বাজারে একটি চায়ের দোকানে বসে চা ও তেলেভাজা খান। সঙ্গে ছিলেন দুর্গাপুর শিল্পাঞ্চলের আর এক বিজেপি নেতা দেবতনু ভট্টাচার্য, দলের বর্ধমান বিভাগের ইনচার্জ নির্মল কর্মকার, বিজেপির যুবমোর্চার বর্ধমান বিভাগের কনভেনর সৌমেন কার্ফা। এদিন তারা ভাতার বাজারে চায়ের দোকানে বসে স্থানীয় এলাকার দলীয় কর্মীদের সঙ্গে আলাপচারিতা করেন।
বৃহস্পতিবার কাটোয়ায় সারাদিনব্যাপী কর্মসূচি ছিল বিজেপির। সেখানে দলের জনসভা এবং ঘরোয়া বৈঠকে অংশ নিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কাটোয়ার পানুহাটে জনসভা হয় বিজেপির। ওই সভায় সুকান্ত মজুমদারের পাশাপাশি উপস্থিত ছিলেন লক্ষণচন্দ্র ঘরুই, দেবতনু ভট্টাচার্যরাও। জনসভা শেষ হতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। কাটোয়া থেকে বর্ধমান কাটোয়া রাজ্যসড়ক ধরে দুর্গাপুর ফেরার পথে ভাতার বাজারে বিরতি নেন বিধায়ক লক্ষণচন্দ্র ঘরুই। তাকে দেখা যায় ভাতার হাউসিং কমপ্লেক্সের সামনে একটি চায়ের দোকানে কিছুক্ষণ কাটাতে। লক্ষণবাবু আসার খবর পেয়ে বাজারের আশপাশ থেকে দলীয় কর্মীরা আসেন। তাদের সঙ্গে আলাপচারিতা সারেন বিজেপির নেতারা। লক্ষণচন্দ্র ঘরুই বলেন,” অনেক সময় ভাতার বাজারের ওপর দিয়ে পেড়িয়ে যাই। কিন্তু দাড়ানোর অবকাশ হয়নি। এদিন সুযোগ হল। এই এলাকার কর্মীদের সঙ্গে আলাপও হল। চায়ের দোকানে সময় কাটোনোটাও আমাদের জনসংযোগ কর্মসূচির একটা অংশ। অনেকের সঙ্গেই পরিচিত হয়ে ভাল লাগছে।”।