আনোয়ার আলি,মেমারি(পূর্ব বর্ধমান),০১ জুন : দারিদ্র্যতাকে জয় করে উচ্চমাধ্যমিকে নজর কাড়া সাফল্য পেয়েছে মেমারির শ্যামনগর গ্রামের মেয়ে সোমা মালিক।দেবীপুর ষ্টেশন গার্লস হাই স্কুলের ছাত্রী সোমা এবছর উচ্চ মাধ্যমিকে ৪৬০ নাম্বার পেয়ে সবাইকে অবাক করেছে । আজ শনিবার মেমারি প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে সম্বর্ধনা প্রদান করা হয়। প্রেস ক্লাবের পক্ষ থেকে তার হাতে স্মারকলিপি, পুস্তক, একটি গাছের চারা উপহার হিসেবে তুলে দেওয়া হয়। তার উচ্চশিক্ষার সাফল্য কামনা করে আগামী দিনেও মেমারি প্রেসক্লাব তার পাশে থাকার আশ্বাস দেয়।
সম্বর্ধনা অনুষ্ঠানে মেমারি প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি নুর আহমেদ, হিসাব পরীক্ষক পার্থশখা অধিকারী সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।।