এইদিন ওয়েবডেস্ক,তিরুবনন্তপুরম,১৭ ডিসেম্বর : করোনার বিধিনিষেধ ভেঙে ওমিক্রনে আক্রান্ত এক যুবক ঘুরে বেড়ালো হোটেল-শপিং মল-রেস্তোরায় । এমনই ঘটনা প্রকাশ্যে এসেছে কেরালার এর্নাকুলাম থেকে ৷ এখন ওই যুবকের সংস্পর্শে আসা লোকজনকে চিহ্নিত করতে কালঘাম ছুটছে পুলিশ প্রশাসনের । সংক্রমিত যুবক শপিং মলের কোন দোকানে গিয়েছিল এবং কত লোক তার সংস্পর্শে এসেছে, সেই সঙ্গে সে যে রেস্তোরাঁয় সে খেয়েছিল তখন তার আশেপাশে কত লোক উপস্থিত ছিল তা চিহ্নিত করতে গিয়ে কঠিন চ্যালঞ্জের মুখে পড়তে হচ্ছে প্রশাসনকে । এখন ওই যুবকের সংস্পর্শে আসা ব্যক্তিদের দীর্ঘ তালিকা তৈরিতে ব্যস্ত প্রশাসন । প্রসঙ্গত,করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টকে ডেল্টার চেয়ে কয়েকগুণ বেশি শক্তিশালী বলে বলে মনে করছে বিশেষজ্ঞরা । এই পরিস্থিতিতে ওই যুবকের এহেন মানসিকতায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায় ।
কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ বলেছেন,’ওই যুবকের সংস্পর্শে আসা লোকজনকে স্বাস্থ্য বিভাগের সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য আবেদন জানানো হবে ।’ সেই সঙ্গে তিনি বলেন,’ ওমিক্রন ভ্যারিয়েন্টে কেউ আক্রান্ত হলে প্রয়োজনীয় প্রোটোকলগুলি কঠোরভাবে অনুসরণ করা অত্যন্ত জরুরী ।’
দেশের করোনা প্রভাবিত রাজ্যগুলির মধ্যে অন্যতম কেরালা । দেশের মোট করোনা আক্রান্তের মধ্যে অর্ধেকেরও বেশি আক্রান্ত রোগী এই রাজ্যের । রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বৃহস্পতিবার কেরালায় নতুনভাবে করোনা সংক্রমিত হয়েছে ৩,৪০৪ জন । মৃত্যু হয়েছে ৩২০ জন রোগীর । মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১,৯৫,৯৯৭ জন । মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৩,৯৪৬ জন ।।