এইদিন ওয়েবডেস্ক,কালিয়াচক(মালদা),১৫ ডিসেম্বর : শেষ পর্যন্ত এরাজ্যেও ঢুকে পড়ল ওমিক্রন । দুবাই ফেরত সাত বছরের শিশুর দেহে মিললো এই ভাইরাস । জানা গেছে,শিশুটির বাড়ি মুর্শিদাবাদ জেলার ঘোলাকান্দি এলাকায় । মালদা জেলার কালিয়াচক-১ ব্লক এলাকায় তার মামার বাড়ি । কয়েকদিন আগে আবু ধাবি থেকে হায়দ্রাবাদ হয়ে কলকাতায় আসে শিশুটির পরিবার । গত ১০ তারিখে দমদম বিমানবন্দর থেকে গাড়িতে করে তারা ফারাক্কায় আসে । তারপর ওই গাড়িতে চড়ে তারা মালদহের কালিয়াচকে চলে আসে ।
এদিকে বুধবার ওই শিশুটি কালিয়াচকে তার মামার বাড়িতে আসতেই জেলা স্বাস্থ্য দফতরের বিশেষ টিম সেখানে পৌঁছায় । শিশু,তার মা,বাবা, দিদি সমেত মোট ৬ জনের লালার নমুনা সংগ্রহ করা হয় । পরে আক্রান্ত শিশু তার দিদি ও বাবাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে ।
মালদার সিএমওএইচ পাপড়ি নায়েক বলেন, ‘যেটা জানা গেছে শিশুটি পরিবারের সঙ্গে আবুধাবি থেকে প্রথমে হায়দ্রাবাদে আসে । হায়দ্রাবাদ থেকে কলকাতা হয়ে কালিয়াচকে এসেছে ।’ তিনি বলেন, ‘হায়দ্রাবাদে শিশুটির জিনোম সিকোয়েন্সিং-এ শিশুটির ওমিক্রন ধরা পড়ে । তবে ততক্ষণে মালদায় পরিবারের সঙ্গে পৌঁছে গেছে শিশুটি । খবর পেতেই তৎপরতার সঙ্গে সেখানে মেডিকেল টিম পৌঁছে যায় ।’পাশাপাশি তিনি বলেন, ‘ওই শিশুর সংস্পর্শে যারা এসেছিলেন তাঁদের সেলফ আইসোলেট করার জন্য আবেদন জানানো হয়েছে । সেই সঙ্গে সচেতনতা বাড়ানোর জন্য আমরা ব্যাবস্থা নিচ্ছি ।’।