এইদিন ওয়েবডেস্ক,জম্মু ও কাশ্মীর,৩১ অক্টোবর : জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর বিধায়কদের সমাবেশে ব্যাপক তোলপাড় হয়েছে। জনতা সমাবেশে হামলা চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, এতে বহু মানুষ আহত হয়। এদিকে অনেক যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেব জনতার ওপর কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। ন্যাশনাল কনফারেন্স এই হামলার পিছনে বিজেপিকে দায়ী করেছে। অন্যদিকে বিজেপিও পাল্টা জবাব দিয়েছে।
পুলিশ জানিয়েছে যে সংঘর্ষে অনেক লোক আহত হয়েছে এবং তাদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য শ্রীনগরের একটি হাসপাতালে রেফার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিভিন্ন ধারায় মামলা রুজু করে পরবর্তী তদন্ত শুরু করেছে। বর্তমানে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
ন্যাশনাল কনফারেন্স বিধায়ক নাজির আহমেদ খান সমাবেশে হামলার জন্য বিজেপি কর্মী এবং প্রতিদ্বন্দ্বী বিজেপি নেতা ফকির মোহাম্মদ খানের আত্মীয়দের দায়ী করেছেন। তার অভিযোগ যে বিজেপি ইচ্ছাকৃতভাবে সমাবেশকে লক্ষ্যবস্তু করেছে এবং তাদের সমর্থকদের হামলায় বহু লোক আহত হয়েছে। অন্যদিকে, বিজেপি নেতা ফকির মহম্মদ খানের ছেলে এবং তুলাইলার ডিডিসি এজাজ আহমেদ খান বিধায়ক নাজির খানের অভিযোগকে ভিত্তিহীন বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেছেন যে সমাবেশে আসা সমর্থকরা বিজেপি কর্মীদের বাড়িতে পাথর ছুঁড়েছে, যার বিরুদ্ধে গ্রামবাসীরা প্রতিবাদ করছে। আমাদের কর্মীরাও আহত হয়েছেন এবং বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’ এ ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়েরের পর তদন্ত শুরু হয়েছে।।