এইদিন ওয়েবডেস্ক,সিরাজগঞ্জ,৩০ এপ্রিল : একই গ্রামের বাসিন্দা এক বৃদ্ধ ব্যক্তির বাড়িতে দীর্ঘ ৫ বছর যাবৎ পরিচারিকার কাজ করছিলেন এক তরুনী । কিন্তু তরুনীর উপর কুনজর পড়ে বৃদ্ধ মালিক ও তার ছেলের । বাপ-ব্যাটা মিলে তরুনীকে পর্যায়ক্রমে ধর্ষণ করে যাচ্ছিল । কয়েকবার অন্তঃসত্ত্বাও হয়ে পড়েন তরুনী । কিন্তু তাকে জোর করে গর্ভপাত করানো হয় । বর্তমানে তরুনী দুই মাসের অন্তঃসত্ত্বা । কিন্তু ধর্ষক পিতাপুত্র গর্ভস্থ সন্তানের দায়িত্ব নিতে অস্বীকার করে এবং গর্ভপাতের জন্য চাপ দেয় । কিন্তু তরুনী এবারে তাদের ফাঁদে পা না দিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। বাংলাদেশের সিরাজগঞ্জের থানার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া কান্দিপাড়া গ্রামের ঘটনা । অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত জমসের ফকির (৬৫) ও তার ছেলে আনারুল ইসলাম মুক্তা ফকির (৩৫)কে মঙ্গলবার গ্রেপ্তার করেছে । আজ বুধবার (৩০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন সলঙ্গা থানার ওসি মোখলেছুর রহমান ।
এ বিষয়ে সলঙ্গা থানার ওসি মোখলেছুর রহমান বলেন, ধর্ষণের শিকার ওই নারী দীর্ঘ ৫ বছর ধরে তাদের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করছেন। এ সুযোগে বাবা ও ছেলে নিয়মিতভাবে ধর্ষণ করত তাকে। এতে বর্তমানে তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা। ওসি আরও বলেন, এ ঘটনায় ওই গৃহকর্মীর মা বাদী হয়ে থানায় পৃথক দুটি ধর্ষণের মামলা দায়ের করেছেন। এ দুটি মামলায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।।