এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৭ নভেম্বর : বিগত কয়েক দিন ধরেই কলকাতার রাস্তায় একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে চলেছে । পর পর তিনদিন চিত্পুর, ময়দান ও চিংড়িহাটা এলাকায় প্রকাশ্য রাস্তায় খুনের ঘটনা ঘটেছিল । ফের একবার কলকাতার রাস্তায় প্রকাশ্য দিবালোকে খুনের ঘটনা ঘটল । এবারে কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকায় এক বৃদ্ধকে এলোপাথাড়ি কুপিয়ে খুন করা হয়েছে । মৃত বৃদ্ধের নাম ভোলা শেখ(৬৭)। আজ সোমবার ভোর ৫ টা নাগাদ লেদার কমপ্লেক্স থানার তারদহ বাজারে দুষ্কৃতীরা ভোলা শেখকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে । বৃদ্ধ রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে দুষ্কৃতীরা পালিয়ে যায় । পরে তাকে উদ্ধার করে তড়িঘড়ি এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু চিকিত্সকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । পারিবারিক বিবাদের জেরেই ওই বৃদ্ধ খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে অনুমান । এই খুনের ঘটনায় অভিযোগের আঙুল উঠছে মৃতের ভাগ্নির স্বামী জাকিরের বিরুদ্ধে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
জানা গেছে,লেদার কমপ্লেক্স থানার তারদহ বাজার এলাকার বাসিন্দা ভোলা শেখ জনমজুরির কাজ করতেন । বৃদ্ধের ভাগ্নির ও তার স্বামী জাকিরের মধ্যে সাম্প্রতিক কিছু দিন ধরে ঝামেলা চলছিল । সেজন্য দিন কয়েক ধরে মামার কাছেই থাকছিলেন ভাগ্নি । এনিয়ে বৃদ্ধ ভোলা শেখ ও জাকিরের পরিবারের মধ্যে বিবাদ শুরু হয়ে যায় ।
ঘটনার বিবরণে জানা গেছে যে এদিন সকালে ভোলা শেখ স্থানীয় একটি চায়ের দোকানে চা পান করতে যাচ্ছিলেন । সেই সময়ই দু্ষ্কৃতীরা ধারাল অস্ত্র নিয়ে তার উপর হামলা চালিয়ে দেয় । বৃদ্ধের মাথায়, ঘাড়ে, গলায় অস্ত্র দিয়ে কোপানো হয় । পরে দুষ্কৃতীরা পালিয়ে গেলে বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু শেষ রক্ষা হয়নি । পুলিশ জানিয়েছে,ঘাতকদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে ।।