দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),০৫ ডিসেম্বর : মাঠে ছাগল চড়াতে যাওয়ার পথে বেপরোয়া গতির মারুতির ধাক্কায় মৃত্যু হল পূর্ব বর্ধমান জেলার ভাতারের এক বৃদ্ধার । পুলিশ জানিয়েছে,মৃতার নাম শোভা ক্ষেত্রপাল(৭৩) । তাঁর বাড়ি ভাতার থানার ওড়গ্রামে । এই ঘটনায় একই গ্রামের বাসিন্দা মারুতি চালক ভুবেনেশ্বর মাঝিকে রবিবার রাতে বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ । সোমবার ধৃতকে বর্ধমান আদালতে পাঠানো হয় ।
জানা গেছে,ওড়গ্রামের বাসিন্দা শোভা ক্ষেত্রপালের স্বামী অনেক দিন আগেই মারা গেছেন । তাঁর বাড়িতে রয়েছেন ছেলে,পুত্রবধু ও নাতিনাতনি ।ছেলে জনমজুরির কাজ করেন । পাশাপাশি পরিবারটি কিছু ছাগল প্রতিপালন পেশার সঙ্গেও যুক্ত । আর ওই ছাগলগুলি মূলত বৃদ্ধা শোভাদেবীই দেখাশোনা করতেন ।
স্থানীয় সুত্রে জানা গেছে,রবিবার দুপুর দুটো আড়াইটা নাগাদ বাড়ির ছাগলগুলি মাঠে চড়াতে নিয়ে যাচ্ছিলেন শোভাদেবী । সেই সময় ওই রাস্তা দিয়ে মারুতি চালিয়ে যাচ্ছিলেন ভুবেনেশ্বর মাঝি নামে ধৃত যুবক । শোভাদেবী দিঘনগরের সড়ক পথ ধরে পি ২ ক্যানেলের কাছাকাছি আসতেই বেপরোয়া গতির মারুতিটি এসে তাঁকে সজোরে ধাক্কা মারে । গুরুতর জখম অবস্থায় লুটিয়ে পড়েন ওই বৃদ্ধা । খবর পেয়ে তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন । কিন্তু ওইদিন বিকেল প্রায় ৫ নাগাদ চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় । সোমবার ময়নাতদন্তের পর মৃতদেহ গ্রামে এনে সৎকার করা হয় । পরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে মারুতি চালককে গ্রেফতার করে পুলিশ ।।