এইদিন ওয়েবডেস্ক,রাওয়ালপিন্ডি,০৪ জুন : পাকিস্তানের সারগোধায় ধর্মনিন্দার অভিযোগে মুসলিম জনতার দ্বারা নির্মমভাবে মারধর করা খ্রিস্টান বৃদ্ধের মৃত্যু হয়েছে । ৭০ বছর বয়সী নাজির মসিহ নামে ওই বৃদ্ধ টানা ৮ দিন ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন । অবশেষে রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।
কোরান পোড়ানোর অভিযোগে গত ২৫ মে সারগোধার মুজাহিদ কলোনির বাসিন্দা নাজির মসিহকে বাড়ি থেকে টেনে বের করে নির্মমভাবে গোটা ইঁট ছুড়ে মারে মুসলিম ধর্মোন্মাদের দল । মাথায় গুরুতর আঘাত পান তিনি । হামলা চালানো হয় অন্যান্য খ্রিস্টানদের উপরেও । জিহাদি মহিলারা খ্রিস্টানদের ঘরবাড়িতে ব্যাপক লুটপাট চালায় । পুড়িয়ে দেওয়া হয় আসবাবপত্রও । পুলিশ দাবি করেছে যে তারা ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং খ্রিস্টানদের বাড়িতে আরও লোকজনদের হত্যার চেষ্টা করা হয়েছিল । কিন্তু তাদের প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে পুলিশ ।
একজন বর্ষীয়ান পুলিশ আধিকারিক বলেছেন যে বৃদ্ধকে উদ্ধার করে রাওয়ালপিন্ডির একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল, যেখানে তার দুবার অস্ত্রোপচার করা হয়েছে। তবে রবিবার গভীর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে তার পরিবার মৃতদেহ মুজাহিদ কলোনীতে তাদের বাসভবনে নিয়ে গিয়ে পরিবারের হাতে তুলে দেওয়া হয় । সোমবার দেহটি কবরস্থ করা হয়েছে । অন্ত্যেষ্টিক্রিয়ার সময় একটি প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল বলে তিনি জানিয়েছেন ।
নাজিরের ভাইপো ইরফানপাকিস্তানি সংবাদ মাধ্যমকে বলেন , যে রাস্তায় তার কাকা হামলার শিকার হন, সেখানেই শবদেহ নিয়ে শোভাযাত্রা করা হয় । নিহতের পরিবার মুজাহিদ কলোনিতে তাদের বাড়িতে উপস্থিত ছিল এবং তাদের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে । পরে দেহ কবরস্থ করার জন্য গিলওয়ালা কবরস্থানে নিয়ে যাওয়া হয় বলে তিনি জানান ।
ডিপিও আসাদ মালহি জানান, রাওয়ালপিন্ডিতে তার মৃত্যুর পর লাশটি প্রথমে ময়নাতদন্তের জন্য সারগোধা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে কবরস্থ করার সময় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল ।তিনি বলেছেন, নাজিরের মৃত্যুর পর এই মামলায় সন্ত্রাসবাদ এবং অন্যান্য অপরাধের পাশাপাশি হত্যার অভিযোগ যুক্ত করা হয়েছে । নাজির মসীহের বাড়ির বাইরে কিছু স্থানীয় লোক কোরানের পোড়া পাতা দেখেছে এমন অভিযোগ থেকে উদ্ভূত সহিংসতার পরে পুলিশ বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে এবং শত শত মামলা করেছে বলেও তিনি জানিয়েছেন ।।