এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৬ মার্চ : আজ বুধবার কলকাতায় রাজ্য বিজেপির সল্টলেক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তাপস রায় । শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের হাত থেকে বিজেপির পতাকা হাতে তুলে নিয়ে তিনি স্লোগান দিলেন ‘জয় শ্রীরাম’ । সেই সাথে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন রাজ্য সরকারকে শেখ শাহজাহানদের সরকার বলে কটাক্ষ করলেন তিনি ।
তৃণমূলের সঙ্গে দীর্ঘ দু’দশকের সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগদানের পর তাপস রায় বলেন, ‘আমি আজ থেকে বিজেপি ও নরেন্দ্র মোদীজির পরিবারের সদস্য হলাম । যতদিন আমি এই পরিবারে আছি, আমার ওপর যা দায়িত্ব দেওয়া হবে আমি অত্যন্ত সুচারুরূপে সেটা পালন করব । আমি রাজ্য এবং কেন্দ্রের নেতৃত্বের কাছে কৃতজ্ঞ যে তারা আমায় গ্রহণ করেছেন ।’
এরপর রাজ্যের শাসকদলকে আক্রমণ করে তিনি বলেন,’বাংলার বুকে অরাজক পরিস্থিতি চলছে । এখানে একটি সরকার রয়েছে যারা শেখ শাহজাহানদের সরকার, উত্তম সরদারের সরকার,শিবু হাজরাদের সরকার । যে সরকার সংবিধান আইন এবং কানুনের কথা বলে কিন্তু হাইকোর্টের রায় মানে না,নির্দেশ মানে না । সুপ্রিম কোর্টের রায় মানে না,নির্দেশ মানে না । পশ্চিমবাংলা থেকে এই সমস্ত অমানবিক জলদস্যুদের সকলে মিলে উৎখাত করে যাতে শান্তির বাংলা করতে পারি, সেই লক্ষ্যে আমি বিজেপিতে যোগদান করেছি ।’
তাপস রায় আরো বলেন, ‘আমাকে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব আমি পালন করব এবং বিগত দিনে আমি যেমনভাবে সিরিয়াসলি, সিনসিয়ারলি, লয়ালিস্ট ছিলাম,এই সবকটাই বিজেপির প্রতি আমার অটুট থাকবে ।’
তাপস রায়ের দলবদলকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তন্য করে এক্স হ্যান্ডেলে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ লেখেন,’আশা করব, তিনি শুভেন্দু-ভাইরাসে আক্রান্ত হবেন না।’
যদিও শুভেন্দু অধিকারী এবং তার পরিবারের বিষয়ে তাপস রায় বলেন, ‘অধিকারী পরিবারের সঙ্গে আমার সম্পর্ক বহু বছরের । একটা সময়ে অধিকারী পরিবারের সঙ্গে আমার ঘনিষ্ঠতা ছিল, গিয়েছি,খেয়েছি, ছাত্র আন্দোলন করেছি, যুব আন্দোলন করেছি, দীর্ঘ বহু বছর ধরে । আমি ১০০ শতাংশ লয়্যাল থাকবো বিজেপির নেতৃত্ব ও বিজেপির প্রতি ।’
সাংবাদিক সম্মেলন শুভেন্দু অধিকারী জানিয়ে দেন যে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ আরো একটি বড় যোগদান পর্ব রয়েছে৷ তবে কোন নেতা বা কোন ব্যক্তিত্ব যোগদান করছেন তাদের স্পষ্ট করেননি । সংবাদ মাধ্যমের খবর যে তাপস রায়ের পথ ধরেই বিজেপিতে নাম লেখাতে পারেন বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্ত ।।