এইদিন ওয়েবডেস্ক,প্যারিস,২০ এপ্রিল : মঙ্গলবার ৭৫ তম কান চলচিত্র উৎসবের অফিশিয়াল পোস্টারের উদ্বোধন হল । পাশাপাশি ঘোষণা করা হল উৎসবের দিনক্ষণ । মে মাসের ১৭ তারিখ থেকে শুরু হবে এই উৎসবের । বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ এই আসর চলবে ২৮ মে পর্যন্ত ।
কানের অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে ৭৫ তম কান চলচিত্র উৎসবের পোস্টারটি । তাতে দেখা গেছে,নীল আকাশে সাদা মেঘের ভেলা আঁকা বিশাল একটি ক্যানভাস । তাতে লেখা ৭৫ । ক্যানভাসের ঠিক গা বরাবর উর্দ্ধ মুখে উঠে গেছে গাঢ় নীল রঙের একটি শিড়ি। এক ব্যক্তি সেই শিড়ি ধরে উর্দ্ধ মুখে উঠছে । তার বাম হাত ক্যানভাসের উপর রাখা । ব্যক্তির ছায়া এসে পড়েছে ওই ক্যানভাসের উপর । ছবির ক্যাপশনে লেখা হয়েছে,’দূর্নিবার এবং স্বাধীনতার একটি কাব্যিক উদযাপন উদঘাটন করার পদক্ষেপ । অতীত কে অতিক্রম করে নবায়নের প্রতিশ্রুতির দিকে অগ্রসর হওয়ার একটি আরোহণ ।’ লেখা হয়েছে উৎসবের শুরু ও সমাপ্তির দিন ।
গত ১৪ এপ্রিল ঘোষণা করা হয়েছিল কানের অফিশিয়াল সিলেকশন । স্বর্ণপামের জন্য লড়বে বিভিন্ন দেশের মোট ১৮টি সিনেমা । মোট ৪৮টি সিনেমা রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে । মিশেল আজানাভিসুস পরিচালিত ‘জেড’ দিয়ে উদ্বোধন হবে আন্তর্জাতিক এই সিনেমা উৎসবের । এবার অফিশিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে রাশিয়া ও ইউক্রেনের সিনেমা । তবে উৎসবে জায়গা পায়নি নেটফ্লিক্স ।।