দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৭ নভেম্বর : পূর্ব বর্ধমান জেলার কাটোয়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের সুবোধ স্মৃতি রোডে নবনির্মিত মার্কেট কমপ্লেক্স ও অনুষ্ঠান গৃহের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কাটোয়ার মহকুমাশাসক জামিল ফতেমা জেবা । মহকুমাশাসক ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, কাটোয়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন সমীর সাহা প্রমুখ । একটি নবনির্মিত দ্বিতল ভবনের মধ্যে রয়েছে ওই মার্কেট কমপ্লেক্স ও অনুষ্ঠান গৃহটি । কাটোয়া পুরসভা ও আরএমসির (বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা) যৌথ উদ্যোগে ১ কোটি ৯৪ লক্ষ ৯ হাজার ২৫৩ টাকা ব্যায়ে ওই দ্বিতল ভবন নির্মান করা হয়েছে বলে জানা গেছে ।
জানা গিয়েছে, সুবোধ স্মৃতি রোডে যেখানে ভবনটি নির্মান করা হয়েছে সেখানে কাটোয়া পুরসভার ২৬ কাঠা পরিমান জায়গা রয়েছে । ওই জায়গায় একটি পুরনো মার্কেট কমপ্লেক্স ছিল । সেখানে ১৪ জন ব্যবসায়ী ব্যবসাও করতেন। কিন্তু মার্কেকটি জরাজীর্ণ হয়ে যাওয়ায় সেটি ভেঙে নতুন দ্বিতল ভবন নির্মানের পরিকল্পনা করা হয় । নতুন মার্কেট কমপ্লেক্সে রয়েছে ৩০ টি দোকানঘর । সমীর সাহা জানিয়েছেন, ভাড়া ও দোকানঘর বিলি থেকে যে আয় হবে আরএমসি ও পুরসভার মধ্যে তা সম বন্টন হবে । তবে মার্কেটটি পুরসভা দেখভাল করবে বলে তিনি জানান ।
বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, মার্কেট কমপ্লেক্স ও অনুষ্ঠান গৃহের জন্য মোট ৩ কোটি ৭৮ লক্ষ ৩৬ হাজার ৭০০ টাকা বরাদ্দ করা হয়েছিল । সব টাকা খরচ হয়নি । উদ্বৃত্ত টাকার সঙ্গে আরও কিছু টাকা বরাদ্দা করে ওই মার্কেট কমপ্লেক্সের পাশে আরও একটি নতুন মার্কেট কমপ্লেক্স নির্মানের বিষয়ে চিন্তাভাবনা চলছে