এইদিন ওয়েবডেস্ক,বিশাখাপত্তনম,০৯ ফেব্রুয়ারী : অমানবিকতার নজির সৃষ্টি করল অন্ধ্রপ্রদেশ । অর্থাভাবে কার্যত বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছিল পেশায় শ্রমিক এক মহিলার । টাকার অভাবে গাড়িতে মৃতদেহ নিয়ে পারেননি নিহত মহিলার হতভাগ্য স্বামী । শেষে স্ত্রীর মৃতদেহ ৩৩ কিমি পায়ে হেঁটে নিয়ে যেতে নিয়ে যেতে বাধ্য হন তিনি । এমনকি গোটা রাস্তায় বহু মানুষের মুখোমুখি হলেও ওই ব্যক্তির দিকে সাহায্যে হাত বাড়িয়ে দেয়নি কেউ । ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ।
জানা গেছে,ওড়িশার কোরাপাট জেলার পোটাঙ্গি এলাকার বাসিন্দা গুরু ও তাঁর স্ত্রী শ্রমিকের কাজ করেন । দিন কয়েক আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন গুরুর স্ত্রী । তাঁকে ভাইজাগের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল । কিন্তু টাকা ফুরিয়ে যাওয়ায় হাসপাতালের দাবি মত ফি মেটাতে পারেননি গুরু । যে কারনে তার স্ত্রীকে বিনা চিকিৎসায় ফেলে রাখা হয় বলে অভিযোগ । শেষে মৃত্যু হয় ওই মহিলার ।
জানা গেছে,কাছে টাকা না থাকায় কোনওভাবে স্ত্রীর মৃতদেহ গ্রামে পাঠানোর ব্যবস্থা করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের হাতেপায়ে ধরেন গুরু । কিন্তু মন গলেনি হাসপাতাল কর্তৃপক্ষের । শেষে নিরুপায় হয়ে স্ত্রীর মৃতদেহ কাঁধে করে বিশাখাপত্তনম থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা হন তিনি । এভাবে দীর্ঘ প্রায় ৩৩ কিমি পথ পায়ে হেঁটে পাড়ি দেন ওই হতদরিদ্র ব্যক্তি । শেষে বিষয়টি জানতে পেরে ভিজিয়ানগরম গ্রামীণ সিআই মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য একটি গাড়ির ব্যবস্থা করেন । অন্ধ্রপ্রদেশের ওই বেসরকারি হাসপাতাল ও এলাকার সাধারণ মানুষের এই প্রকার অমানবিকতায় সমালোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায় ।।