এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০২ মার্চ : রাহুল গাঁধীর ‘ভারত জোড়ো যাত্রা’র যে কোনো প্রভাব পড়েনি তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে পূর্বাঞ্চলের তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রাথমিক গননার ট্রেন্ডে । বৃহস্পতিবার সকালে গননা শুরু হওয়ার পর থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ফের বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ত্রিপুরায় ক্ষমতায় আসতে চলেছে বিজেপি । গেরুয়া শিবির ভালো ফলাফল করতে চলেছে নাগাল্যান্ডেও । মেঘালয়েও বিজেপি জোটের ক্ষমতায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে ।
এখনো পর্যন্ত ফলাফল অনুযায়ী ত্রিপুরায় ৬০ টি আসনের মধ্যে ৪২টি আসনে এগিয়ে বিজেপি । নাগাল্যান্ডে ৬০ টি আসনের মধ্যে ১টি আসনে জয় নিয়ে ৩৭ টি আসনে এগিয়ে বিজেপি জোট ।
মেঘালয়ে ৫৯ টি আসনের মধ্যে সিএম কনরাড সাংমার দল এনপিপি ২৯ টি আসনে এগিয়ে, বিজেপি ৭ টি আসনে এগিয়ে রয়েছে । ত্রিপুরায় ১২ টি এবং মেঘালয়ের ১৭ টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে । প্রার্থীরা ৩ থেকে ২০০ টি আসনে এগিয়ে আছে বলে খবর ।।