দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২২ অক্টোবর : পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর পর ভাতার বাজারের কদমতলার কাছে ভাতার-মালডাঙ্গা রোডের পাশে বিপজ্জনকভাবে থাকা গাছের ব্যাবস্থা নেওয়ার জন্য পূর্ত দপ্তরের চিঠি করলেন পূর্ব বর্ধমান ভাতার থানার ওসি সৈকত মণ্ডল । রাস্তার উপরে ঝুলে থাকা গাছের প্রকান্ড শাখাটির ব্যাবস্থা নেওয়ার জন্য শুক্রবার তিনি ই-মেল মারফত পূর্ত দফতরের আবেদন জানান বলে জানা গেছে ।
বৃহস্পতিবার ভাতার স্টেট জেনারেল হাসপাতাল থেকে কোভিড ভ্যাকসিন নিয়ে বাইকে চড়ে বাড়ি ফেরার পথে একটি লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় কামালউদ্দিন শেখ(২২) নামে এক যুবকের । আর ওই গাছটির কাছেই দূর্ঘটনাটি ঘটে । রাস্তার উপরে বিপজ্জনকভাবে ঝুঁকে থাকা গাছের শাখার সঙ্গে লরির উপরিভাগে যাতে ধাক্কা না লাগে তার জন্য রাস্তার ডান দিকে কিছুটা টার্ন নেয় লরিটি । আর তখনই লরিটি নিয়ন্ত্রন হারিয়ে ওই যুবকের বাইকে ধাক্কা দেয় । যার জেরে ঘটে যায় মর্মান্তিক পরিনতি ।
এদিকে ঘটনার পর থেকেই গাছের ওই শাখাটি কেটে ফেলার জন্য দাবি উঠছিল স্থানীয় মহলে । শেষ পর্যন্ত এনিয়ে সচেষ্ট হলেন ভাতার থানার ওসি । তবে এদিন পূর্ত দপ্তরের অফিস বন্ধ থাকায় কোনও প্রত্যুত্তর পাওয়া যায়নি ।।