এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১২ সেপ্টেম্বর : শেষ পর্যন্ত জুনিয়ার ডাক্তারদের ৩০ জনের প্রতিনিধি দলের সঙ্গেই বৈঠকে বসতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । কিন্তু আন্দোলকারীরদের অন্যতম আর একটা প্রধান দাবি ছিল যে বৈঠকের লাইভ স্ট্রিমিং বা সরাসরি সম্প্রচার করতে হবে । কিন্তু চিকিৎসকদের এই প্রস্তাব মেনে নেননি মুখ্যমন্ত্রী । অবশেষ আজ বৃহস্পতিবার বিকেল ৫টা ২৩ মিনিট নাগাদ নবান্নে গিয়েও ফিরে আসেন জুনিয়ার ডাক্তাররা । পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিমানী মমতা ব্যানার্জি বলেন,’আমাকে অনেক অসম্মান করা হয়েছে। অনেক ভুল বোঝাবুঝি, কুৎসা হয়েছে। আমি পদত্যাগ করতে রাজি আছি। কিন্তু আশা করি, মানুষ বুঝেছেন, ওঁরা বিচার চায় না। চেয়ার চায় ।’
পাশাপাশি তিনি এও বলেন, ‘তিনদিনেও সমাধান করতে পারলাম না। বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি। যাঁরা নবান্নের সামনে এসেও বৈঠকে এলেন না, তাঁদের আমি ক্ষমা করলাম। আশা করেছিলাম, ছোটরা এসে কথা বলবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, সময় পেরিয়ে গিয়েছে। রাজ্য সরকার যা করবে, তাতে বাধা দেব না, জানিয়েছে সুপ্রিম কোর্ট। আমি এটাকে ঔদ্ধত্য হিসাবে দেখছি না।’
প্রসঙ্গত,আরজি করের তরুনী চিকিৎসকের ধর্ষণ-খুনের ন্যায়বিচারের দাবিতে আন্দোলকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । প্রথমে ১৫ জন প্রতিনিধিকে ৩০ জনের নবান্নের সভাঘরে যাওয়ার অনুমতি দেওয়া হয় । এদিন বিকেল ৫টা ২৩ মিনিট নাগাদ বাস থেকে নেমেই ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দেন আন্দোলনকারীরা । সভাঘরে ঢোকার আগে জুনিয়র ডাক্তারদের নাম লিখে রাখা হয়। তাঁদের সঙ্গে কথা বলেন মুখ্যসচিব। কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার লাইভ স্ট্রিমিং বা সরাসরি সম্প্রচার হবে না বলে জানানো হলে আন্দোলনকারীরা ফিরে এসে ফের ধর্নায় বসেন ।।