এইদিন ওয়েবডেস্ক,কানাডা,০৭ জানুয়ারী : কানাডার ইমাম ইউনুস কাথরাদা (Imam Younus Kathrada)-এর একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক মিডল ইস্ট মিডিয়া রিসার্চ ইনস্টিটিউটের ‘মেমরি’ তার টুইটার হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করেছে । ভিডিওতে যা বলা হয়েছে তার ইংরেজি অনুবাদও রয়েছে সাবটাইটেলে । বলা হচ্ছে, কানাডার ভিক্টোরিয়ায় মুসলমানদের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে ইমাম শেখ ইউনুস খেতাব পালন করছিলেন । সেই সময় তিনি অমুসলিমদের সম্পর্কে অত্যন্ত উস্কানিমূলক কথা বলেন । ভিডিওর শেষের দিকে তিনি তার আরাধ্যের কাছে আরবীতে প্রার্থনা করেন,’ইয়া আল্লাহ, ইসলাম ও মুসলমানদের শক্তি দাও, কাফেরদের এবং যারা বহু দেব-দেবীর পূজা করে, ইসলামের শত্রু ও কাফেরদের নিশ্চিহ্ন করো !’
এছাড়াও তার ওইদিন বক্তব্যের ২ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওর আগাগোড়াই ছিল অত্যন্ত উসকানিমূলক ৷ বক্তব্যে তিনি বলেন,’আমাদের সন্তানদের বোঝা উচিত যে অমুসলিমরা আল্লাহর শত্রু তাই তারা আমাদের শত্রু ।’ তবে তার বেশিরভাগ টার্গেট ছিল খ্রিস্টানরা । ইমাম বলেছেন, ‘যারা আল্লাহকে অপমান করে তারা আল্লাহর শত্রু। আল্লাহ কুরআনে বলেছেন, তাকে কেউ সৃষ্টি করেনি, সে কারো সন্তান নয় এবং তার কোনো বংশধরও নেই। কিন্তু খ্রিস্টানরা বলে যে আল্লাহর একটি পুত্র আছে । এটা কি আল্লাহর অপমান নয় ?’
প্রসঙ্গত,ইউনুস কাথরাদা “মুসলিম ইয়ুথ অফ ভিক্টোরিয়া” নামে একটি সংগঠনের নেতৃত্ব দেন ।তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি বিদ্বেষপূর্ণ ভিডিও ও বক্তব্যে ভরপুর । ২০১৮ সালে ওই ইমাম বলেছিলেন,’কোনো মুসলিম ব্যক্তি যদি অমুসলিমদের মিথ্যা উৎসবে অভিনন্দন ও শুভেচ্ছা জানায় তা সবচেয়ে বড় পাপ, সুদের ব্যবসা করা, মিথ্যা বলা, হত্যা করার মত পাপ তার কাছে কিছুই নয় ।’ তবে ইহুদি অধ্যুষিত কানাডায় বসে এই প্রকার বিদ্বেষ ছড়ানোর কাজ করলেও এযাবৎ ইউনুস কাথরাদার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি কানাডার কথিত সেকুলার সরকারকে ।।