এইদিন ওয়েবডেস্ক,ভোপাল,০৭ জুন : বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা ঠাকুরের সাথে ‘দ্য কেরালা স্টোরি’ দেখা নার্সিং ছাত্রী পালিয়ে গেলেন প্রেমিক ইউসুফের সাথে । শুধু তাইই নয়,ওই তরুনীর বিয়ের জন্য তার পরিবার যত গহনা ও টাকা বাড়িতে জমিয়ে রেখেছিল সেগুলো পর্যন্ত বগলদাবা করে পালিয়েছে সে । উল্লেখ্য,ইউসুফের সাথে ওই মেয়েটির প্রেমের বিষয়ে শুনেছিলেন সাধ্বী প্রজ্ঞা ঠাকুর । তাই মন বদল করতেই মেয়েটিকে ‘দ্য কেরালা স্টোরি’ দেখাতে নিয়ে গিয়েছিলেন তিনি । ছবিটি দেখানোর পাশাপাশি তাকে মুসলিম ছেলে থেকে নিজেকে দূরে রাখার পরামর্শও দিয়েছিলেন বিজেপি সাংসদ । কিন্তু ‘দ্য কেরালা স্টোরি’ ছবি বা বিজেপি সাংসদের পরামর্শ যে আদপেই কোনো কাজে আসেনি মুসলিম প্রেমিকের সঙ্গে ওই হিন্দু মেয়েটির পালিয়ে যাওয়াতেই তার প্রমান ।
জানা গেছে,বছর উনিশের ওই হিন্দু তরুনী ভোপালের একটি নার্সিং কলেজের ছাত্রী । কলেজে পড়াশোনা করার সূত্রেই ইউসুফের সাথে তার পরিচয় ও প্রেম হয় । এদিকে ওই ছাত্রীর মতিগতি টের পেয়ে তার বিয়ে ঠিক করেছিল পরিবার । বিয়ের যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন হয়ে গিয়েছিল । গত ৩০ মে বিয়ের দিন ঠিক হয় । তা সত্ত্বেও ইউসুফের সাথে গোপনে সম্পর্ক রেখে চলছিল ওই তরুনী ।
শেষে বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা ঠাকুরের দ্বারস্থ হয় মেয়েটির পরিবার । বিজেপি সাংসদ মেয়েটিকে অনেক বোঝান এবং তাকে সঙ্গে করে ‘দ্য কেরালা স্টোরি’ ছবিও পর্যন্ত দেখিয়েছিলেন । কিন্তু বিয়ের ঠিক আগের মুহুর্তে বিয়ের জন্য বাড়িতে রাখা গহনা ও টাকাপয়সা বগলদাবা করে মুসলিম প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় ওই তরুনী ।
মেয়েটি নাকি জানিয়েছে, সে তার নিজের ইচ্ছায় ইউসুফের সাথে পালিয়ে গেছে । সে কোনো চাপের মধ্যে নেই। ইউসুফের সাথে তার বিয়ে হয়েছে । যদিও মেয়েটির পরিবার এখনো তার বাড়ি ফিরে আসার আশা ত্যাগ করেনি ।।