প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১০ মে : করোনা পজিটিভ না হওয়া সত্ত্বেও রোগীকে করোনা আক্রান্ত দেখিয়ে অনৈতিকভাবে অর্থ উপার্জন করছে বর্ধমান শহর এবং শহর লাগোয়া নার্সিংহোম ও বেসরকারী হাসপাতালগুলি । সোমবার পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য অধিকারিক এর সঙ্গে দেখা করে এমনই বিস্ফোরক অভিযোগ জানালেন নবনির্বাচিত বর্ধমান দক্ষিনের বিধায়ক খোকন দাস।অবিলম্বে ওই সব বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য তিনি জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে দাবিও জানিয়েছেন । বিধায়ক খোকন দাসের আনা এমন অভিযোগ শোরগোল পড়ে গেছে এলাকায় ।
কোভিডের চিকিৎসার জন্যে নার্সিংহোম গুলি রোগী পরিবারের কাছ থেকে অত্যধিক টাকা নিচ্ছে এমন অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসেন বিধায়ক খোকন দাস ।এই বিষয়ে এদিন তিনি পূর্ব বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব রায়কে চিঠি দেন। খোকন দাসের অভিযোগ ,“বর্ধমান শহরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অজস্র নার্সিংহোম। এমনই কিছু নার্সিং হোম করোনার চিকিৎসার নামে অনৈতিক ভাবে অর্থ উপার্জন করছে । এমনকি করোনা পজিটিভ না হওয়া সত্ত্বেও রোগী করোনা আক্রান্ত বলে জানিয়ে নার্সিংহোম ও বেসরকারী হাসপাতাল গুলি অর্থ উপার্জন করছে বলে বিধায়ক খোকন দাস অভিযোগ করেছেন ।
বিধায়ক খোকন দাস তাঁর অভিযোগে আরও বলেন ,’বর্ধমানের বেসরকারী হাসপাতাল ও নার্সিংহোম গুলিতে করোনার চিকিৎসা কিছুই হচ্ছেনা। রোগীরা মারা যাচ্ছে । রোগী কোভিড আক্রান্ত না হলেও কোভিড আক্রান্ত বলা হচ্ছে। এইসব কারচুপি করে লাগামছাড়া বিল করা হচ্ছে। এই ভাবে রোগী ও তাঁর পরিবারকে ঠকানো মেনে নেওয়া যায়না। খোকনবাবু দাবি করেন ,দিনরাত তিনি এমন অভিযোগ পাচ্ছেন। নার্সিংহোম গুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যে তাই জেলা স্বাস্থ্য আধিকারিককে চিঠি করেছেন বলে খোকন দাস জানান ।
বিধায়কের আনা অভিযোগ প্রসঙ্গে জেলা স্বাস্থ্য আধিকারিক প্রণব রায় বলেন, ’বিধায়কের চিঠি পেয়েছি ।সরকারি চিকিৎসা ব্যবস্থা জেলায় যথেষ্ট ভাল। বেসরকারি ক্ষেত্রে কিছু অভিযোগ পেয়েছি। সে বিষয়ে শিঘ্রই ব্যবস্থা নেওয়া হবে ।’।