এইদিন ওয়েবডেস্ক,মালে,০৭ জুন : বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মার কথিত ধর্মনিন্দাকে কেন্দ্র করে তোলপাড় চলছে ইসলামিক দেশগুলোতে । বাংলাদেশ ও পাকিস্থানে হিন্দুদের উপর অত্যাচার এবং মূর্তি ভাঙচুরের ঘটনার সময় মুখে কুলুপ এঁটে থাকা ওই দেশগুলি এখন ভারতের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে । কাতার, বাহরাইন, কুয়েত, ইরান প্রভৃতি দেশ নূপুর শর্মার মন্তব্যের নিন্দা করেছে । এখন বিষয়টি মালদ্বীপের পার্লামেন্ট পর্যন্ত পৌঁছেছে । মালদ্বীপের বিরোধী দলগুলি পার্লামেন্টে নিন্দা প্রস্তাব এনেছিল । যদিও অধিকাংশ সাংসদ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে । প্রস্তাবের পক্ষে মাত্র ১০ টি ভোট পড়েছে । বিপক্ষে ভোট দিয়েছে ৩৩ জন সংসদ সদস্য । ফলে প্রস্তাব পাস হয়নি ।
অন্যদিকে জর্ডানের বিদেশ মন্ত্রণালয়ও নূপুর শর্মার বিতর্কিত বক্তব্যের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে । মন্তব্যের বিরোধিতা করেছে ইন্দোনেশিয়া । তারা ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে এনিয়ে আপত্তি জানিয়েছে । পাকিস্তানের বিদেশ মন্ত্রক ভারতীয় হাইকমিশনের ইনচার্জকে তলব করে বলেছে, এই বক্তব্যের কারণে সারা বিশ্বের মুসলমানদের অনুভূতিতে আঘাত লেগেছে । প্রত্যুত্তরে ভারত জানিয়েছে,নিজের সিস্টেম ও দেশে ঘটে যাওয়া অত্যাচারের প্রতি মনোযোগ দিক পাকিস্তান । হিন্দু, খ্রিস্টান ও শিখদের উপর যে অত্যাচার হচ্ছে তার দিকে নজর দিক পাকিস্থান সরকার ।
এদিকে যার ভিডিও ক্লিপিংয়ের কারনে দেশের অভ্যন্তরে ব্যপক হিংসার ঘটনা ঘটে চলেছে, পাশাপাশি আন্তর্জাতিক মহলে মাথা হেঁট হয়ে গেছে ভারতের,সেই অল্ট নিউজের কো-ফাউন্ডার মহম্মদ জুবেরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে সোশ্যাল মিডিয়ার । এযাবৎ কেন জুবেরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল না তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে ।।