এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,১৭ জুন : কথিত ধর্মনিন্দার অভিযোগে অভিযুক্ত বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার কোনো হদিশ পাচ্ছে না মহারাষ্ট্র পুলিশ । রাজা একাডেমি নামে একটি সংস্থার অভিযোগের ভিত্তিতে মুম্বাই পুলিশ নূপুর শর্মার বিরুদ্ধে একটি মামলা রজু করেছে । আর তারই ভিত্তিতে নেত্রীকে খুঁজছে পুলিশ । কিন্তু বিগত ৪ দিন ধরে মুম্বাই পুলিশ দিল্লিতে গিয়ে তাঁর কোনো সন্ধান করতে পারেনি বলে খবর । স্বভাবতই প্রশ্ন উঠছে, কোথায় গেলেন প্রাক্তন বিজেপি নেত্রী ।
নূপূর শর্মার বিরুদ্ধে মুম্বাই পুলিশের পায়ধুনি থানা ও থানে পুলিশের কাছে পৃথক দুটি অভিযোগ দায়ের হয়েছে । মহারাষ্ট্রের শিবসেনা-এনসিপি-কংগ্রেস মহাজোট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাটিলের দাবি, ‘নূপুর শর্মাকে গ্রেফতার করার মত যথেষ্ট প্রমাণ রয়েছে পুলিশের কাছে । কিন্তু তাঁর সন্ধান পাওয়া যাচ্ছে না ।’ এই বিষয়ে দিল্লি পুলিশেরও সাহায্য করা উচিত বলে তিনি মত প্রকাশ করেছেন ।
প্রসঙ্গত,জ্ঞানবাপী মসজিদ নিয়ে মে মাসে একটি টিভি বিতর্কে অংশগ্রহন করেছিলেন নূপুর শর্মা । বিতর্ক চলাকালীন তিনি নবী মহম্মদ ও কিশোরী আয়েশার বিয়ে নিয়ে কিছু মন্তব্য করেছিলেন । তাঁর বক্তব্যের একাংশ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিলেন অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা মহম্মদ জুবের । আর তারপরেই ভারতের মুসলিম সম্প্রদায়ের মানুষ, কাতার, পাকিস্তান, ইরান, ইরাকের মত অন্তত ১৪টি মুসলিম দেশ নূপুর শর্মার মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল । সেই অসন্তোষের জেরে নূপুর শর্মাকে দল থেকে সাময়িক বরখাস্ত করেছিল বিজেপি ।।