এইদিন ওয়েবডেস্ক,১২ জুন : নবী মহম্মদকে নিয়ে মন্তব্যের জেরে যখন দেশ বিদেশ থেকে একের পর এক প্রাণনাশ ও ধর্ষণের হুমকি পাচ্ছেন বিজেপির বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মা,সেই মুহুর্তে তাঁর পাশে এসে দাঁড়িয়েছে ডাচ সাংসদ রবার্ট গির্ট ওয়াইল্ডার্স (Geert Wilders) । তিনি নূপুর শর্মার সমর্থনে লাগাতার টুইট করে যাচ্ছেন । একটি টুইটে তিনি ভারতবাসীর কাছে আহ্বান জানিয়েছে নূপুর শর্মাকে সমর্থন করার জন্য । গির্ট ওয়াইল্ডার্স লিখেছেন, ‘আমরা স্বাধীনতাকে সমর্থন করি। সাহসী নূপুর শর্মা আমাদের শক্তির প্রতীক । তাকে সমর্থন করুন !’
পরবর্তী টুইটে গির্ট মৌলবাদীদের দ্বারা নূপুর শর্মাকে হুমকির হুমকির একটি স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন,’এই কারণেই আমি সাহসী নূপুর শর্মাকে সমর্থন করছি। শত শত প্রাণনাশের হুমকি । এটাই তাঁকে সমর্থন করার জন্য আমাকে আরও বেশি দৃঢ়প্রতিজ্ঞ করে তুলেছে । কারণ, মন্দ কখনো জয়ী হতে পারে না । কখনই না ।’
ইতিপূর্বে ওয়াইল্ডার্স বলেছিলেন নবী মহম্মদ সম্পর্কে নূপুর শর্মা যা বলেছেন তা সত্য । সবাই জানেন যে হাদিসে বলা হয়েছে যে নবী মুহাম্মদ যখন আয়েশাকে বিয়ে করেছিলেন তখন তার বয়স ছিল মাত্র ৯ বছর। তাঁর কথায়, সত্য কথা বলার জন্য হুমকি দেওয়া হাস্যকর। সত্য কথা বলা এই মহিলার জন্য ভারতের গর্ব করা উচিত ।’
পাশাপাশি কথিত ধর্মনিন্দার নামে ভারত জুড়ে হিংসা ছড়িয়ে পড়ার ঘটনায় হল্যান্ডের সাংসদ রবার্ট গির্ট ওয়াইল্ডার্স বিরক্তি প্রকাশ করেছেন । তিনি বলেন, অপরাধী ও সন্ত্রাসবাদীরা তাদের ধর্মীয় অসহিষ্ণুতা ও ঘৃণা প্রকাশের জন্য রাস্তায় নেমে হিংসতায় লিপ্ত হয় । অসহিষ্ণুদের প্রতি সহনশীল হওয়া বন্ধ করুন। আমরা জীবনকে লালন করি, ওরা মৃত্যুকে লালন করে।’
এর আগে ডাচ এমপি গের্ট উইল্ডার্স বলেছিলেন যে, ইসলাম অসহিষ্ণু এবং এর আদর্শ বিশ্বের জন্য হুমকি স্বরূপ । তিনি বলেছিলেন যে, ভারতের যে সমস্ত দেশের কাছে ক্ষমা চেয়েছে সেই দেশগুলি অত্যন্ত নিষ্ঠুর শরিয়া শাসন দ্বারা পরিচালিত হয় এবং তাদের মানবাধিকার ট্র্যাক রেকর্ড খুব খারাপ ।বিশ্ব জানে ইরান, কাতার, সৌদি আরবের মতো ইসলামি দেশগুলি তাদের সংখ্যালঘুদের ওপর কতটা অত্যাচার করে । তিনি ইসলামী দেশগুলোকে সবচেয়ে বড় নৃসংশ বলেছেন ।।