এইদিন ওয়েবডেস্ক,১৩ অক্টোবর : নূপুর শর্মার কথিত ধর্মনিন্দা নিয়ে মুসলিম রাষ্ট্রগুলি থেকে যখন বিরোধিতা করা হচ্ছিল, নেত্রীকে দল থেকে বহিষ্কার করেছিল বিজেপি, তখন ভারতের হিন্দু সম্প্রদায়ের সিংহভাগ মানুষের পাশাপাশি ডাচ সাংসদ গির্ট ওয়াইল্ডার্স (Geert Wilders) তাঁর পাশে এসে দাঁড়িয়েছিলেন । তখন থেকেই তিনি মুসলিম কট্টরপন্থার বিরুদ্ধে এবং নূপুর শর্মার সমর্থনে একের পর এক টুইট করে গেছেন এবং এখনও করছেন । ফের একবার বিজেপির বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মার সমর্থনে টুইট করে নেত্রীকে ‘নায়ক’ উপাধিতে ভূষিত করলেন । শুধু তাইই নয়, নূপুর শর্মাকে নোবেল পুরস্কার দেওয়ার জন্য সওয়াল করলেন ওয়াইল্ডার্স ।
দিন চারেক আগে নূপুর শর্মার একটি ছবি টুইট করে ওয়াইল্ডার্স লিখেছেন,’নূপুর শর্মা এমন একজন নায়ক যিনি সত্য ছাড়া আর কিছুই বলেননি । সারা বিশ্বের তাকে নিয়ে গর্ব করা উচিত। তিনি নোবেল পুরস্কারের যোগ্য ।’ পাশাপাশি তিনি লিখেছেন, ‘ভারত একটি হিন্দু জাতি, ভারত সরকার ইসলামিক ঘৃণা ও সহিংসতার বিরুদ্ধে হিন্দুদের দৃঢ়ভাবে রক্ষা করতে বাধ্য ।’ উল্লেখ্য,ইসলামিক মৌলবাদের বিরুদ্ধে এবং নূপুর শর্মার সমর্থনে একের পর এক টুইট করায় ইতিপূর্বে বহুবার কট্টরপন্থীদের হুমকির মুখে পড়তে হয়েছে গির্ট ওয়াইল্ডার্সকে । তাঁকে নিরন্তর প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে । এই বিষয়ে ওয়াইল্ডার্স টুইটারে লিখেছেন,’ ২০২২ সালের পয়লা জানুয়ারী থেকে আমি ১,০০০ টিরও বেশি মৃত্যুর হুমকি পেয়েছি । আমি আর সবগুলো কর্তৃপক্ষের কাছে পাঠাই না । এখনও শত শত রিপোর্ট করতে পারিনি ।’।