এইদিন ওয়েবডেস্ক,০৯ এপ্রিল : ইসলামি সন্ত্রাসবাদ ও কট্টরপন্থার কট্টর সমালোচক নেদারল্যান্ডসের ভাবী প্রধানমন্ত্রী গির্ট ওয়াল্ডার্স ভারতের বিজেপি নেত্রী নূপুর শর্মার একজন গুণমুগ্ধ ভক্ত ৷ সোমবার সেই নূপুর শর্মার সঙ্গে ফোনে কথপোকথন হয়েছে বলে জানিয়েছেন গির্ট ওয়াল্ডার্স । কথোপকথনের পর নূপুর শর্মাকে “শুধু ভারত নয়,গোটা বিশ্বের স্বাধীনতার প্রতীক” এবং “বিস্ময়কর সাহসী মহিলা” বলে অবিহিত করেছেন । নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘আজ বিজেপির নূপুর শর্মা সাথে একটি দুর্দান্ত কথা হয়েছে, তিনি স্বাধীনতার প্রতীক, শুধু ভারতের জন্য নয়, সমগ্র স্বাধীন বিশ্বের জন্য। তিনি সত্যি কথা বলে অন্যায় কিছু করেননি । অথচ গত দুই বছরে তাকে অন্যায়ভাবে ব্যক্তিগত স্বাধীনতা এবং আইনি ঝামেলার মধ্যে পড়তে হয়েছে । কি সাহসী মহিলা !’
প্রসঙ্গত, ২০২২ সালের জুনে ভারতের একটা ইংরাজি খবরের চ্যানেলে বিতর্কে অংশ নিয়ে জনৈক মুসলিম প্যানেলিস্ট হিন্দু ধর্ম সম্পর্কে কটুক্তি করলে পালটা ইসলামি নবি মুহাম্মদের সঙ্গে ৬ বছরের শিশুকন্যা আয়েশার বিয়ে নিয়ে প্রশ্ন তোলেন নূপুর শর্মা । মহম্মদ জুবের নামে একজন কথিত সাংবাদিক শুধুমাত্র নূপুর শর্মার বক্তব্যের ভিডিও ক্লিপিং ভাইরাল করে তার নিজের সম্প্রদায়ের মানুষকে উসকে দেয় বলে অভিযোগ । তার জেরে বিশ্বের ইসলামি রাষ্ট্রগুলি ভারতের বিরুদ্ধে সরব হয় । শুধু তাইই নয়, ভারতের তথাকথিত সেকুলার ব্যক্তি,রাজনৈতিক দল ও মুসলিমরা নূপুর শর্মার বিরুদ্ধে আসরে নেমে পড়ে । একাধিক মামলা হয় দেশের বিভিন্ন আদালতে । জিহাদিদের কাছ থেকে আসে শিরোচ্ছেদের হুমকি। তার জেরে নূপুর শর্মার নিরাপত্তা বাড়াতে বাধ্য হয় কেন্দ্র সরকার । বিতর্কের জেরে নূপুর শর্মাকে দল থেকে সাময়িক বরখাস্তও করা হয়। আর তখনই নূপুর শর্মার পাশে দাঁড়িয়ে তার বক্তব্যকে খোলাখুলি সমর্থন করেন গির্ট ওয়াল্ডার্স ।।