এইদিন ওয়েবডেস্ক,ভোপাল,১৪ নভেম্বর : ৫৮০ বছর পর দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ হতে চলেছে আগামী ১৯ নভেম্বর । তবে এই বিরল ঘটনার সাক্ষী হওয়ার সৌভাগ্য ভারতের সব রাজ্যের মানুষের হবে না । একমাত্র উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ এবং আসামের কয়েকটি এলাকার থেকে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে বলে জানিয়েছেন মধ্যপ্রদেশের রিসার্চ এন্ড অ্যাকাডেমিক সেন্টার বিড়লা প্ল্যানেটোরিয়ামের ডিরেক্টর দেবিপ্রসাদ দুয়ারি ।
তিনি এক সর্বভারতীয় নিউজ এজেন্সিকে জানিয়েছেন, ওইদিন দুপুর ১২.৪৮ থেকে এই আংশিক চন্দ্রগ্রহন শুরু হবে । শেষ হবে বিকেল ৪.১৭ নাগাদ । চন্দ্রগ্রহণের মোট সময়সীমা হবে ৩ ঘন্টা ২৮ মিনিট ২৪ সেকেন্ড । এটি ৫৮০ বছরের মধ্যে দীর্ঘতম চন্দ্রগ্রহণ হতে চলেছে বলে তিনি জানিয়েছেন ।
পাশাপাশি তিনি জানান,এর আগে এই ধরনের দীর্ঘ সময়ের জন্য আংশিক চন্দ্রগ্রহণ হয়েছিল ১৪৪০ সালের ১৮ ফেব্রুয়ারি । ফের ২৬৬৯ সালের ৮ ফেব্রুয়ারিতে এই প্রকার চন্দ্রগ্রহণ দেখা যাবে । দুপুর ২.৩৪ নাগাদ চাঁদের ৯৭ শতাংশ পৃথিবীর ছায়া দ্বারা আবৃত হতে দেখা যাবে ।
তিনি বলেন, ‘ভারতের অরুণাচল প্রদেশ এবং আসামের কয়েকটি অঞ্চল থেকে চন্দ্রোদয়ের ঠিক পরে আংশিক গ্রহণের শেষ ক্ষণস্থায়ী মুহূর্তগুলি দৃশ্যমান হবে । তখন পূর্ব দিগন্তের খুব কাছাকাছি থাকবে চাঁদ । এছাড়া উত্তর আমেরিকা,দক্ষিণ আমেরিকা, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকেও দৃশ্যমান হবে এই বিরল দৃশ্য ।’ সেই সঙ্গে তিনি বলেন, ‘চাঁদের রঙ রক্ত লাল রঙের হওয়ার সম্ভাবনা রয়েছে । এটা হওয়ার কারন সূর্যালোকের লাল রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যাওয়ার সময় অল্প বিচ্যুত হয়ে চাঁদে গিয়ে পড়বে ।’
দেবিপ্রসাদ দুয়ারি জানান,শেষ চন্দ্রগ্রহণ হয়েছিল ২৭ জুলাই ২০১৮ সালে । পরবর্তী চন্দ্রগ্রহণ হবে ২৬ মে ২০২২ সালে । তবে তা ভারত থেকে তা দেখা যাবে না । পরবর্তী চন্দ্রগ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে ৮ নভেম্বর ২০২২- এ ।।