এইদিন ওয়েবডেস্ক,জেরুজালেম,১৮ অক্টোবর : গত ৮ অক্টোবর জেরুজালেমের শুয়াফাত ক্যাম্পের একটি চেকপয়েন্টে ইসরায়েলি বাহিনীর উপর গুলি চালায় এক জঙ্গি । গুলিবিদ্ধ হয়ে একজন ইসরায়েলি সৈন্য নিহত এবং আরও দু’জন সেনাকর্মী আহত হন । ওই হামলাটি চালিয়েছিল উদাই আল-তামিমি নামে এক জঙ্গি । ওই ঘটনার পর থেকে ইসরায়েলি বাহিনী জেরুজালেমের শুয়াফাত শরণার্থী শিবিরসহ গাজার বিভিন্ন এলাকা অবরোধ করে রেখে উদাই আল-তামিমির খোঁজে তল্লাশি চালাচ্ছে । ইসরায়েলি সেনাবাহিনী দাবি, তামিমি শরণার্থী শিবিরেই লুকিয়ে আছে । তাই তার সন্ধানে তারা শরণার্থী শিবির ও আশেপাশের এলাকা অবরুদ্ধ করে রেখে দিয়েছে ।
জানা গেছে,উদাই আল-তামিমির মাথায় চুল নেই, টাক মাথা তাঁর । তাই তাঁকে বাঁচাতে অভিনব কৌশল নিয়েছে ফিলিস্তিনি কট্টরপন্থী যুবকরা । ইসরায়েলি বাহিনীকে বিভ্রান্ত করতে জেরুজালেমের শুয়াফাত শরণার্থী শিবিরের তরুণরা এখন দলে দলে মাথা ন্যাড়া করতে শুরু করে দিয়েছে । উদাই আল তামিমি নামে ওই জঙ্গিকে নিরাপদ জায়গায় পালাতে সাহায্য করার উদ্দেশ্যেই এই উদ্যোগ বলে জানা গেছে ।
প্রসঙ্গত,পূর্ব জেরুজালেমের লোকজন শুয়াফাতে ফিলিস্তিনিদের সমর্থন করছে । অনেক জায়গায় কর্মক্ষেত্র ও স্কুল বন্ধ করে ধর্মঘট ঘোষণা করেছে তারা । কিন্তু মাথা ন্যাড়া করে কত দিন ওই জঙ্গিকে ইসরায়েলের দক্ষ বাহিনীর নজরের আড়ালে রাখতে পারে সেটাই লক্ষ্যনীয় ।।