এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,১৪ সেপ্টেম্বর : নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মোহাম্মদের প্রতিষ্ঠাতা এবং জাতিসংঘের ঘোষিত সন্ত্রাসবাসী মাওলানা মাসুদ আজহার(Maulana Masood Azhar) বর্তমানে আফগানিস্তানের গোপন ডেরায় আত্মগোপন করে আছে । কুখ্যাত ওই সন্ত্রাসবাদীকে গ্রেফতারের দাবি জানিয়ে তালিবান সরকারের কাছে চিঠি দিয়েছে পাকিস্তান সরকার । কিন্তু প্রশ্ন উঠছে সন্ত্রাসবাদীদের জনক পাকিস্থান মাসুদ আজাহারের গ্রেফতারি নিয়ে হঠাৎ কেন এত উৎসাহী হয়ে উঠল ? বলা হচ্ছে ভারত ও পশ্চিমা দেশগুলোর চাপেই নাকি পাকিস্তান এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে । পাকিস্তানের বিদেশ মন্ত্রণালয় এই বিষয়ে তালিবান সরকারের সঙ্গে যোগাযোগ করেছে । এমনকি আজহার আফগানিস্তানের নানগারহার প্রদেশ বা কুনার প্রদেশে লুকিয়ে থাকতে পারে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে ।
প্রসঙ্গত,১৯৯৯ সালে পাকিস্থান মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা কাঠমান্ডু-দিল্লির একটি ফ্লাইট হাইজ্যাক করার পর আফগানিস্তানের কান্দাহারে নিয়ে গিয়েছিল । পনবন্দী করে রাখা হয়েছিল যাত্রীদের । শেষে চাপে পড়ে যাত্রীদের মুক্তির বিনিময়ে মাসুদ আজহারসহ তিন সন্ত্রাসবাদীকে মুক্ত করতে বাধ্য হয়েছিল ভারত । ভারত থেকে মুক্তি পাওয়ার পর মাসুদ জৈশ-ই- মোহাম্মদ (জেএম) গঠন করেন। জইশ কাশ্মীর সহ ভারতে অনেক সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে, যাতে বহু ভারতীয়ের প্রাণহানী হয়েছে । এরপর থেকে ভারত মাসুদকে গ্রেপ্তার ও হস্তান্তরের দাবি জানিয়ে আসছে। তবে তালিবান ২০২১ সালের ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার আগে আজহার আফগানিস্তানে চলে গিয়েছিলেন কিনা তা এখনও নিশ্চিত করা যায়নি ।
এই বছরের শুরুর দিকে পশ্চিমি দেশগুলি ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) সভায় মাসুদ আজহার, লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সাইদ এবং লস্কর অপারেটিভ সাজিদ মীর সহ ৩০ জন কুখ্যাত সন্ত্রাসবাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ভারতের দাবিকে সমর্থন করেছিল এবং ওই কুখ্যাত সন্ত্রাসবাদী ও তাদের সংগঠনগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় । তখন থেকেই মনে করা হচ্ছিল যে পাকিস্তান ওই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হবে। তবে তালিবানের মত আরো এক সন্ত্রাসবাদী সংগঠন মাসুদ আজহারকে ধরতে আদপেই কোনো উৎসাহ দেখাবে কিনা তা নিয়ে ধন্দ্ব আছে ।।