এইদিন ওয়েবডেস্ক,দূর্গাপুর(পশ্চিম বর্ধমান),১৮ সেপ্টেম্বর : দীর্ঘ প্রায় ৪ বছর ধরে পলাতক থাকার পরে কুখ্যাত লোহা মাফিয়া গোপাল জয়সওয়ালকে গ্রেপ্তার করল দুর্গাপুর থানার পুলিশ । শুক্রবার তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিসিপি(পুর্ব) অভিষেক গুপ্তা ৷ শনিবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তুলে পুলিশ ১৪ দিনের জন্য তাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় । এদিকে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন গোপাল জয়সওয়াল ।
দুর্গাপুরের বিধাননগর এলাকায় বাড়ি গোপাল জয়সওয়ালের । তিনি ভাঙাচোরা সামগ্রী কেনার ব্যাবসা করতেন । দুর্গাপুরের কাদারোড এলাকার রয়েছে তাঁর স্টোর রুম । পুলিশ সুত্রে জানা গেছে, এলাকার বন্ধ কল কারখানাগুলিতে থেকে যে সমস্ত লোহার ধাতব বস্তু চুরি হত তা সবই বিক্রি হত গোপাল জয়সওয়ালের কাছে । তারপর গোপালের মাধ্যমে চোরাই সামগ্রী বিভিন্ন জায়গায় পাচার হয়ে যেত । গোপাল জয়সওয়াল রীতিমত চোরাই লোহা কেনাবেচার একটা সিন্ডিকেট তৈরি করে ফেলেছিল বলে পুলিশ সুত্রে খবর ।
জানা গেছে,২০১৭-১৮ সালে দুর্গাপুরের ডিটিপিএস ফাঁড়িতে গোপালের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় । অভিযোগ দায়ের হয় অন্ডাল ও কোকওভেন থানাতেও । তারপর থেকেই পুলিশ গোপালকে হন্যে হয়ে খুঁজতে শুরু করে । যদিও এতদিন তার হদিশ পাওয়া যায়নি । শেষে শুক্রবার রাতে দুর্গাপুর থানার পুলিশ গোপালকে পাকড়াও করতে সক্ষম হয় । ধৃতকে জেরা করে চোরাই লোহা চক্রের বাকিদের চিহ্নিত করা এবার সহজ হবে বলে মনে করছে পুলিশ ।।