এইদিন ওয়েবডেস্ক,লখনউ,০৬ জানুয়ারী : সোমবার (৫ জানুয়ারী, ২০২৫) সকালে উত্তর প্রদেশের সুলতানপুরে এক পুলিশ এনকাউন্টারে গণধর্ষণ মামলার অভিযুক্ত তালিব ওরফে আজম খান খতম হয়েছে । ২৬ বছর বয়সী আজমের উপর এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল এবং সে দীর্ঘদিন ধরে পুলিশ হেফাজত থেকে পলাতক ছিল। সুলতানপুরের লাম্বুয়া থানা এলাকার দিয়ারা মোডের কাছে সুলতানপুর এবং লক্ষ্মীপুর খেরি পুলিশের যৌথ অভিযানে এই অভিযান চালানো হয়। পুলিশ গোপন তথ্য পায় যে আজম ওই এলাকায় লুকিয়ে আছে। দলটি তাকে ঘিরে ধরে ধরার চেষ্টা করলে অভিযুক্ত পুলিশের উপর গুলি চালায়।
পাল্টা গুলি চালাতে গিয়ে সে গুরুতর আহত হয়। তাকে তাৎক্ষণিকভাবে নিকটতম কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তার অবস্থার অবনতি হলে তাকে জেলা হাসপাতালে রেফার করা হয়। জেলা হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তালিব লক্ষ্মীপুর খেরি জেলার ফরধান থানা এলাকার গৌরিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তার বিরুদ্ধে গণধর্ষণ সহ ১৭টি ফৌজদারি মামলা ছিল।।

