এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৮ জানুয়ারী : রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশ করানোর জন্য প্রায় ৫৪০ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফ-কে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস সরকার জমি দিচ্ছে না বলে দীর্ঘদিন ধরে অভিযোগ তুলে আসছে বিজেপি । তবে শুধু বিজেপি নয়, বাংলাদেশ সীমান্তবর্তী মালদার কৃষকরাও এবার এনিয়ে মমতা ব্যানার্জির সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন । কৃষকরা জানিয়েছেন,দেশের নিরাপত্তার স্বার্থে তারা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে জমি দিতে প্রস্তুত । কিন্তু জমি অধিগ্রহণে গড়িমসি করছে তৃণমূল কংগ্রেস সরকার । এনিয়ে মালদার হবিবপুর ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার কৃষকদের গলায় ক্ষোভের সুর শোনা গেল ।
জানা গেছে,মালদা জেলায় প্রায় ১৭২ কিলোমিটার এলাকা বাংলাদেশের সীমান্তবর্তী । বাংলাদেশ সীমান্তবর্তী যে জেলাগুলি মিলে প্রায় সাড়ে পাঁচশ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণে তৃণমূল সরকার জমি দেয়নি বলে বিজেপি অভিযোগ তোলে, তার মধ্যে মালদা জেলায় রয়েছে দুটি মৌজার অন্তির্গত সিঙ্গাবাদ, তিলাসন, জোত কোভির প্রভৃতি গ্রাম মিলে ৩৮ কিলোমিটার এলাকা । রাজ্যের শাসকদলের সদিচ্ছার অভাবে ওই ৩৮ কিলোমিটার এলাকা উন্মুক্ত রয়ে গেছে । ফলে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর মাথাব্যথার কারন হয়ে গেছে ওই এলাকাটি । বিএসএফ-এর চোখ এড়িয়ে মাঝেমধ্যেই উন্মুক্ত সীমান্তের সুযোগ নিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ছে ভারতীয় সীমান্তে।
জমি অধিগ্রহণের জন্য কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে একাধিকবার চিঠি দিয়েছে । একথা রাজ্য সফরে এসে অভিযোগ করে গেছেন খোদ গৃহমন্ত্রী অমিত শাহ । জানা গেছে, রাজ্য সরকার জমি অধিগ্রহণের জন্য মালদার হবিবপুর ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় জমি মাপজোখও নাকি করেছে। কিন্তু রাজ্য সরকারের গড়মসির কারনে এখনও জমি অধিগ্রহণ করা হয়নি । যেকারণে রাজ্য সরকারের উদ্দেশ্যে নিয়ে সন্দিহান স্থানীয় কৃষকরা । তাদের বক্তব্য, দেশের সুরক্ষার স্বার্থে তারা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে জমি দিতে প্রস্তুত । কিন্তু রাজ্য সরকার জমি অধিগ্রহণ তো করুক । স্থানীয় কৃষক মানস চৌধুরী বলেন, ‘মাপজোখের পর আমাদের টাকাপয়সা দেয়নি রাজ্য সরকার । এনিয়ে বিগত ২-৩ বছর ধরে টালবাহানা করছে৷ এদিকে বাংলাদেশি দুষ্কৃতীরা উন্মুক্ত সীমান্তের সুযোগে রাতের অন্ধকারে আমাদের ঘরবাড়িতে হানা দিয়ে লুটপাট চালিয়ে পালাচ্ছে৷ পাশাপাশি অনুপ্রবেশ তো হচ্ছেই ।’ স্বপন সাহা নামে এক স্থানীয় কৃষক বলেন, ‘বাংলাদেশিরা অবাধে ঢুকে পড়ে আমাদের উপর হামলা চালাচ্ছে । ফসল কেটে নিয়ে পালাচ্ছে । কাঁটাতারের বেড়া দিলে আমরা অন্তত শান্তিতে থাকতে পারবো ।’
হবিবপুর বিজেপি বিধায়ক জোয়েল মুর্মু বলেন, ‘অনুপ্রবেশ অব্যাহত রাখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাপজোখের নাটক করছেন। কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়ে ওনার কোনো সদিচ্ছাই নেই । ওনার উদ্দেশ্য হল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটে জিতে ক্ষমতায় আসা ।’মালদা জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডুর কথায়,’প্রধানমন্ত্রী বাংলায় এসে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য রাজ্য সরকার জমি দেয়নি বলে যে অভিযোগ করে গেছেন তা সম্পূর্ণ মিথ্যা কথা ।’ কিন্তু স্থানীয় কৃষকরাই রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে যে প্রশ্ন তুলছে, সেই বিষয়ে তার কাছে কোনো সদুত্তর পাওয়া যায়নি ।।
