এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,২০ অক্টোবর : এরাজ্যে শুধু হিন্দুরাই নয়, হিন্দু দেবদেবীও সুরক্ষিত নন বলে মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । আজ সোমবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের আশদতলার জনসেবা সংঘ আয়োজিত শ্রীশ্রী কালী পুজো ও দীপাবলি উৎসবের উদ্বোধন করতে গিয়ে একথা বলেছেন তিনি । আসলে,রবিবার কালীপুজোর উদ্বোধনে দক্ষিণ ২৪ পরগনার একাধিক পুজো মন্ডপে যাওয়ার পথে তৃণমূলের বারবার বাধার মুখে পড়তে হয় শুভেন্দু অধিকারীকে । সাংবাদিকরা এই বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন,’আমি হিন্দু বলে বাধা দিয়েছে৷ রোহিঙ্গা মুসলমানরা বাধা দিয়েছে । বাংলাদেশী মুসলমানের রেখা গাজী বাধা দিয়েছে । আমি হিন্দু হিসেবে গিয়েছিলাম, ভোট চাইতে যাইনি । কিন্তু আমাকে বাঁধা দেওয়া হয়েছে ।’
এরপর তিনি বলেন,২০০৭ সাল থেকে টানা আমি নন্দীগ্রামের আশদতলার জনসেবা সংঘের পুজোর উদ্বোধন করতে আসছি । আজকে ২০২৫ সাল । দু’একবার বাদ দিলে ১৮ বছর পূজোর উদ্বোধন করছি । করোনা মহামারীর সময়ও আমি এসেছি । কিন্তু কোনদিন দেখিনি যে মূর্তি পাহারার জন্য পুলিশ রাখতে হয়েছে । কিন্তু এখন পুলিশ বলছে দুজন লোক দিতে হবে যাতে মূর্তি ঠিক থাকে । এই জিনিস কখনো ছিল ? সিসিটিভি লাগাতে হয়েছে কেন? এরা ক পয়সা পায় ? এখানে কোন ইন্ডাস্ট্রি আছে ? চেয়েচিন্তে পূজো করে । পূজোর পর ধার হয়ে যায় । আর উনি তো শুধু দুর্গা পুজোতে দেন, কালী পুজোয় সরকারি সাহায্য । আর বলছে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে । এগুলো আমি দু বছর আগেও দেখিনি । আমি ২৩ সালে দেখেছি, চব্বিশ সালে দেখেছি, এবারে আরও বেশি করে দেখছি৷ মানে হিন্দুরা তো সুরক্ষিত নয়,সাথে সাথে হিন্দু দেব দেবীরাও সুরক্ষিত নয় । এটা প্রশাসন পুলিশ বলছে । এটাই দুর্ভাগ্য ।’ তিনি আর বলেন,হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে এবং রাষ্ট্রবাদী মুসলিমদেরও সাথে নিতে হবে ।’
দেবী কালীর কাছে কি প্রার্থনা করলেন ? এই প্রশ্নের উত্তরের শুভেন্দু অধিকারী বলেন,’বাংলায় প্রচুর ধর্ষক বেড়ে গেছে৷ কোন বোন, কন্যা সুরক্ষিত নয়৷ এই ধর্ষকদের শেষ করার জন্য মা কালীর খড়্গটাও লাগবে । ওই প্রার্থনাই করছি । অভয়া থেকে দুর্গাপুর মেডিকেল কলেজ, আমাদের কোন মেয়ে কোন কন্যা সুরক্ষিত নয় । মা দুর্গার ত্রিশূল এবং মা কালীর খড়্গটা লাগবে এই ধর্ষকদের শেষ করার জন্য ।’
প্রসঙ্গত, দুর্গাপুরের বেসরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী উড়িষ্যার বাসিন্দা এক তরুণীর ধর্ষিতা হওয়ার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে মেয়েদের রাতে বাইরে বের হওয়া উচিত নয়৷ এদিন ফের মুখ্যমন্ত্রী এই মন্তব্যের তীব্র সমালোচনা করেন শুভেন্দু অধিকারী । তিনি বলেন, ‘ এই ধরনের কথা আফগানিস্তানের তালি গানের মুখ থেকেও শোনা যায়নি ।’।

