শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),১৪ ফেব্রুয়ারী : জলের তোড়ে উড়ে গেছে অর্ধেক রাস্তা৷ বাকি অর্ধেক রাস্তার তলার মাটি সরে গেছে । অল্প ভারি যানবাহন গেলেই ভেঙে পড়ার আশঙ্কা । তবুও ওই রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের । পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার মাহাতা পঞ্চায়েতের মাহাতা সংলগ্ন এলাকা থেকে কাশিপুর যাওয়ার রাস্তা আজ কার্যত মরণফাঁদে পরিনত হয়েছে । অবিলম্বে রাস্তাটি সংস্কারের দাবি তুলছেন এলাকাবাসীরা ।
মাহাতা থেকে কাশিপুর যাওয়ার রাস্তাটি দীর্ঘ প্রায় পাঁচ কিলোমিটার । পূর্ব বর্ধমান জেলা জেলা পরিষদের অধীনে থাকা রাস্তাটি সম্প্রতি পিচ দিয়ে পাকা করা হয় । এই রাস্তাটির উপর দিয়ে বেশ কয়েকটি গ্রামের মানুষদের প্রতিদিন যাতায়াত । জানা গেছে,মাস ছয়েক আগে অতি বৃষ্টিতে জলের তোড়ে নুরপুর সংলগ্ন একটি কালভার্টের বেশ কিছু অংশ ধসে যায়। কালভার্টের কিছুটা পাশেই রাস্তাটির বিশাল অংশ ভেঙে যায়। এলাকাবাসীরা জানান, এই রাস্তার উপর দিয়ে দৈনন্দিন শয়ে শয়ে মানুষের যাতায়াত। রাস্তা ভেঙ্গে যাওয়ার কারণে জমি দিয়ে নেমে ঝুঁকি নিয়ে যাতায়াত করেতে হচ্ছে । বৃষ্টি হলে যোগাযোগ ব্যবস্থা সসম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। অবিলম্বে রাস্তাটি সংস্কারের দাবি জানান তারা৷
এ বিষয়ে ভাতার পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বাসুদেব যশ বলেন, অতিরিক্ত বৃষ্টির ফলে এই রাস্তাটি ভেঙ্গে পড়েছিল। ঘটনার পরই ভাতারের বিধায়ক রাস্তা পরিদর্শন করে জেলা পরিষদের কাছে পাঠিয়েছিলেন। ইঞ্জিনিয়াররা রাস্তা পরিদর্শন করে এস্টিমেট তৈরি করেছেন।বর্তমানে রাস্তাটির টেন্ডারও হয়ে গিয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে।।

