এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,০৯ মার্চ : আজ শিলিগুড়ির কাওয়াখালির মাঠে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর জনসভা । এদিকে নিজের রাজনৈতিক জীবনে প্রথম কোনো জনসভায় উপস্থিত হলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । তুমি কি বলেন সেদিকে নজর ছিল সকলের । সভায় বক্তব্য রাখার সময় তিনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন । তাঁর বক্তব্যে শিক্ষক নিয়োগ, রেশন এবং আবাস যোজনা দুর্নীতির প্রসঙ্গ উঠে আসে । তিনি বলেছেন, বিচারপতি হিসেবে আমার চোখে এ রাজ্যের ভয়ানক দুর্নীতি ধরা পড়েছে । অনেক বেশি নম্বর পেয়ে পাশ করা চাকরিপ্রার্থীদের চাকরি দেওয়া হয়নি । যারা অনেক কম নম্বর পেয়েছে তারা টাকা দিয়ে চাকরি কিনেছেন । এই দুর্বৃত্তরা নিজেদের পকেটে টাকা ঢুকিয়েছে । পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে । তারপরে খাদ্য দুর্নীতি । খাদ্য দুর্নীতিতে তাদের খাদ্যমন্ত্রী জেলে আছে । শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তাদের শিক্ষামন্ত্রী জেলে আছে। আর বাসস্থানের দুর্নীতির কথা সে তো আপনারা জানেন । কাউকে ৫০০০০ টাকা দেওয়া হলে সাথে সাথে তার কাছ থেকে ২৫ হাজার টাকা নিয়ে নেওয়া হয়েছে । ফলে তিনি বাড়ি করবেন কি করে? তিনি দেনায় পড়ে গেছেন । এই দুর্বৃত্তদের আপনারা চোখের সামনে দেখেছেন । আসন্ন লোকসভা নির্বাচনে সেই দুষ্কৃতী দলকে একটা শিক্ষা দিতে হবে । আর তা হল তাদেরকে পশ্চিমবঙ্গ থেকে চিরতরে উৎখাত করা । পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসিন এই দুর্বৃত্ত দলকে বুঝিয়ে দিতে হবে যে তোমাদের মেয়াদ শেষ হয়ে গেছে । তোমরা খাদ্য, বাসস্থান এবং শিক্ষায় যে পরিমাণ দুর্নীতি করেছ তার মূল্য তোমাদের চোকাতেই হবে । লোকসভায় এ রাজ্যের ৪২ টি আসনের মধ্যে একটা ভোটও আপনারা তৃণমূলকে দেবেন না। আপনারা শপথ নিয়ে যান যে তৃণমূলকে একটা ভোটও নয় । আমাদের ৪২ এ ৪২ টা আসনই দখল করতে হবে যাতে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল মুছে যায় ।’
প্রাক্তন বিচারপতি আরও জানান যে তৃণমূলের ভাল লোকেরা ক্রমশো দলত্যাগ করছেন । কারণ তাদের পক্ষে আর সেই দলে থাকা সম্ভব হচ্ছে না । কারণ সিবিআই আর ইডি সেই দুর্বৃত্ত দলের নেতাদের ধাওয়া করেছে ।।