এইদিন ওয়েবডেস্ক,আলিপুরদুয়ার,১১ অক্টোবর : চলতি বছরের বাংলাদেশের শারদীয়া দুর্গোৎসব পালন হিন্দুদের কাছে মূর্তিমান আতঙ্কের কারন হয়ে দাঁড়িয়েছে ৷ নিত্যদিন কোথাও না কোথাও বাংলাদেশের ইসলামি জিহাদিরা অশান্তি পাকাচ্ছে । তার মাঝেই কোনো রকমে দুর্গোৎসব পালন করছেন সেদেশের হিন্দুরা । কিন্তু বাংলাদেশের মতই হুমকি ধমকি থেকে রেহাই পেল না পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার ফালাকাটার একটি দুর্গাপূজো আয়োজকরা । অভিযোগ যে স্থানীয় কিছু মানুষ বৃহস্পতিবার সন্ধ্যায় দেবীর আরতির সময় মাইক বাজানো, উলু শঙ্খ ধ্বনি ও ঢাক বাজানোয় আপত্তি জানিয়ে হুমকি দিয়ে গেছে যে তাদের নিষেধ না মানলে প্রতিমা ভাঙচুর করে দেবে ।
পূজো উদ্যোক্তা মহিলাদের বক্তব্যের ভিডিও এক্স-এ শেয়ার করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘বাংলাদেশের রোগ এখন পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ছে।দুর্গা পুজোর প্যান্ডেলের মধ্যে উলুধ্বনি, শঙ্খ ধ্বনি এমনকি ঢাক বাজানো যাবে না। শুধু তাই নয় মা দুর্গার মূর্তি ভাঙ্গারও হুমকি দেওয়া হচ্ছে। আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় রেমন্ড মেমোরিয়াল স্কুলের বিপরীতে কিশোর সংঘের আয়োজিত দুর্গা পুজোর উদ্যোক্তাদের অভিযোগ নিজেরা শুনে নিন।’ পাশাপাশি তিনি পূজো উদ্যোক্তাদের পরামর্শ দিয়েছেন,’আমি পূজা কমিটি কে অনুরোধ করবো আপনারা থানায় অভিযোগ দায়ের করে রাখুন। যেদিন ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হবে পশ্চিমবঙ্গে, সেদিন এই সব হুমকিবাজ আস্ফালনকারীদের উল্টো টাঙিয়ে সোজা করা হবে।’
জানা গেছে, ফালাকাটা রেমন্ড মেমোরিয়াল স্কুলের বিপরীত দিকে কিশোর সংঘের তরফে বেশ কয়েক বছর ধরে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে । পূজোর উদ্যোক্তারা মূলত এলাকার গৃহবধূরা । ভিডিওতে জনৈক এক মহিলাকে বলতে শোনা গেছে,’গতকাল সন্ধ্যার সময় আমরা মাইক বাজাচ্ছিলাম গান হচ্ছিল আরতি হচ্ছিল,ওরা কয়েকজন এসে বলে গেল মাইক বন্ধ করো উলুধ্বনী দেবে না…ঢাক বাজাবে না…তাহলে ওরা মূর্তি ভেঙে দিয়ে যাবে বলে আমাদের হুমকি দিয়ে গেল ।’ একজন পুরুষ অভিযোগ করেছেন,’ওরা হুমকি দিয়ে গেছে পুজো শেষ হলো নাকি ওরা দেখে নেবে আমাদের ।’ ওই মহিলার অভিযোগ,’ওরা মাঝে মাঝে এরকম করে । দূর্গা পূজার সময় আমরা চারদিন মাইক বাজাই, এটা ওদের সহ্য হয় না । আমাদের সঙ্গে কেন এরকম করবে ওরা ?’ অন্য একজন বধূ বলেন, ‘আমরা মহিলা মিলে পূজোর আয়োজন করেছি ।’ অন্য একজন মহিলা বলেন,’ওরা যে মাইক বাজিয়ে নামাজ পড়ে আমরা তো কই কিছু বলি না ।’ তারা অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি তুলেছেন৷ পাশাপাশি এটাও স্পষ্ট করেছেন যে কোন পরিস্থিতিতে তারা দুর্গাপূজো বন্ধ করবেন না ।
শুভেন্দু অধিকারীর পাশাপাশি রামকৃষ্ণ পাল নামে এক ফেসবুক ব্যবহারকারীও তার পেজেতে মহিলাদের বক্তব্যের ভিডিও শেয়ার করেছেন । তিনি লিখেছেন, ‘উলুধ্বনি, শঙ্খ ধ্বনি ও ঢাক বাজানো যাবে না।কিশোর সংঘ, ফালাকাটা রেমন্ড মেমোরিয়াল স্কুলের বিপরীত পাশে দুর্গা পূজার বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়ের হুমকি। শুধু তাই নয় মা দুর্গার মূর্তি ভাঙ্গারও হুমকি দিয়েছে। এবার কি আলিপুরদুয়ার জেলার ফালাকাটার সমস্ত পূজা কমিটি চুপ থাকবে?’ তবে দুর্গাপূজা কমিটির তরফে এনিয়ে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়েছে কিনা জানা যায়নি৷ এই অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ।।