• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাংলাদেশের একজন খেলোয়াড়ও ঠাঁই পেল না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে

Eidin by Eidin
November 26, 2024
in খেলার খবর
বাংলাদেশের একজন খেলোয়াড়ও ঠাঁই পেল না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন স্পোর্টস নিউজ,২৬ নভেম্বর : আইপিএল নিলামে অবিক্রিত থেকে গেলেন বাংলাদেশের দুই ক্রিকেটার- মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন । কারণ, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের নাম ডাকা হলেও তাঁরা বিক্রি হননি। টি২০ বিশেষজ্ঞ এবং প্রাক্তন পার্পল ক্যাপ হোল্ডার হলেও মুস্তাফিজুর (ডাকনাম, কাটার মাস্টার) তাঁর আগের দল চেন্নাই সুপার কিংস -সহ কোনও ফ্র্যাঞ্চাইজি থেকেই ডাক পাননি। রিশাদ হোসেনের এটাই প্রথম আইপিএল নিলাম । তাঁর বেস প্রাইস ৭৫ লক্ষ। সেটাতেও ডাক পাননি রিশাদ।মুস্তাফিজুরের আইপিএল যাত্রায় তাঁকে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালসের মতো ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব করতে দেখা গেছে। তবুও এবছর, কোনও ফ্র্যাঞ্চাইজিই তাঁকে নেয়নি। তালিকায় ছিল, ১,৫৭৪ জন ক্রিকেটারের নাম। বিসিসিআই সেখান থেকে ৫৭৪ জনকে বেছে নিয়েছিল। যার মধ্যে ছিল বাংলাদেশের ছিল ১৩ জন। এটাই এযাবৎ বাংলাদেশি খেলোয়াড়ের অন্তর্ভুক্তির সর্বোচ্চ সংখ্যা।  কিন্তু একজন খেলোয়াড়ের ঠাঁই হয়নি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এ ।
সৌদি আরবের জেদ্দায় বসা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামের পর্দা নামলো। দীর্ঘ দিন ধরে প্রচুর উত্তেজনা, চুলচেরা হিসাব-নিকাশ, তথ্য বিশ্লেষণ এবং পড়াশোনার পর প্রতিটি ফ্র্যাঞ্চাইজিই নিজেদের পছন্দের ক্রিকেটারদের দিয়ে দল সাজিয়েছে। আগামী দুই মৌসুমের জন্য মূল দল অনেকটাই সাজিয়ে নিয়েছে দলগুলো। এবারের নিলামে হয়েছে ইতিহাস আর রেকর্ড ভাঙাগড়ার অনেক মুহূর্ত। 
টুর্নামেন্টের ১০টি ফ্র্যাঞ্চাইজি মিলে খেলোয়াড় কেনায় খরচ করেছে মোট ৬৩৯ কোটি ১৫ লাখ টাকা খরচা করেছেন। ১৮২ জন খেলোয়াড়কে কেনা হয়েছে। এর মধ্যে বিদেশি খেলোয়াড় ৬২ জন। অবিক্রিত থেকে গেছেন ৩৯৫ জন খেলোয়াড়। অবিক্রিত হওয়ার তালিকায় রয়েছেন জনি বেয়ারস্টো, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল। নিলাম থেকে বাংলাদেশের কারো প্রতিই আগ্রহ দেখায়নি আইপিএলের ফ্র্যাঞ্চাইজি । 
চলুন এক নজরে দেখে নেই এবারের মেগা নিলামের পর আইপিএলের ১০ দলের স্কোয়াড :
কলকাতা নাইট রাইডার্স : রিঙ্কু সিং (রিটেইন), বরুণ চক্রবর্তী (রিটেনশন), আন্দ্রে রাসেল (রিটেনশন), সুনীল নারাইন (রিটেনশন), হার্ষিত রানা (রিটেনশন), রামানদীপ সিং (রিটেনশন)।
বেঙ্কটেশ আয়ার, আনরিখ নরকিয়া, কুইন্টন ডি’কক, অঙ্গকৃশ রঘুবংশী, স্পেন্সার জনসন, মইন আলি, রহমানুল্লাহ গুরবাজ, বৈভব আরোরা, রভমান পাওয়েল, উমরান মালিক, মানিশ পাণ্ডে, অনুকূল রায়, লভনীত সিসোদিয়া, মায়াঙ্ক মারকান্ডে।  
দিল্লি ক্যাপিটালস : অক্ষর প্যাটেল (রিটেনশন), কুলদীপ যাদব (রিটেনশন), ট্রিস্টান স্টাবস (রিটেনশন), অভিষেক পোড়েল (রিটেনশন)
লোকেশ রাহুল, মিচেল স্টার্ক, টি নাটরাজন, জ্যাক ফ্রেজ়ার-ম্যাকগার্ক, মুকেশ কুমার, হ্যারি ব্রুক, আশুতোষ শর্মা, মোহিত শর্মা, ফাফ ডু প্লেসি, সামির রিজভি, ডোনোভান ফেরেরা, করুণ নায়ার, বিপরাজ নিগম, মাধব তিওয়ারি, ত্রিপুরানা বিজয়, মনবান্ত কুমার, অজয় মণ্ডল, দর্শন নালকান্ডে। 
চেন্নাই সুপার কিংস : রুতুরাজ গায়কোয়াড় (রিটেনশন), রবীন্দ্র জাদেজা (রিটেনশন), মাথিশা পাথিরানা (রিটেনশন), শিভাম দুবে (রিটেনশন), মহেন্দ্র সিং ধোনি (রিটেনশন)। 
নুর আহমেদ, রবিচন্দ্রন অশ্বিন, ডেভন কনওয়ে, খলিল আহমেদ, রাচিন রবীন্দ্র, অংশুল কম্বোজ, রাহুল ত্রিপাঠি, স্যাম কারেন, গুরজপনীত সিং, নাথান এলিস, দীপক হুদা, জেমি ওভার্টন, বিজয় শঙ্কর, বংশ বেদী, আন্দ্রে সিদ্ধার্থ, শ্রেয়াশ গোপাল, রামকৃষ্ণ ঘোষ, কমলেশ নাগারকোটি, মুকেশ চৌধরি, শেখ রশিদ। 
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস : নিকোলাস পুরান (রিটেনশন), মায়াঙ্ক যাদব (রিটেনশন), রবি বিষ্ণোই (রিটেনশন), আয়ুষ বাদোনি (রিটেনশন), মহসিন খান (রিটেনশন),ঋষভ পান্ত, আভেশ খান, আকাশ দীপ, ডেভিড মিলার, আব্দুল সামাদ, মিচেল মার্শ, শাহবাজ আহমেদ, এইডেন মার্করাম, ম্যাথু ব্রিৎজকে, শামার জোসেফ, এম সিদ্ধার্থ, আর্শিন কুলকার্নি, রাজবর্ধন হাঙ্গারগেকর, যুবরাজ চৌধুরি, প্রিন্স যাদব, আকাশ সিংহ, দিগবেশ সিংহ, হিম্মত সিংহ, আরিয়ান জুয়াল। 
গুজরাট টাইটান্স : রশিদ খান (রিটেনশন), শুভমন গিল (রিটেনশন), সাই সুদর্শন (রিটেনশন), শাহরুখ খান (রিটেনশন), রাহুল তেওয়াটিয়া (রিটেনশন),জস বাটলার, মোহাম্মদ সিরাজ, কাগিসো রাবাদা, প্রাসিধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, শেরফানে রাদারফোর্ড, জেরাল্ড কোয়েৎজি, গ্লেন ফিলিপস, আর সাই কিশোর, মহীপাল লোমরোর, গুরনুর সিং ব্রার, মোহাম্মদ আরশাদ খান, করিম জানাত, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, কুমার কুশাগ্র, মানব সুতার, অনুজ রাওয়াত, নিশান্ত সিন্ধু। 
পাঞ্জাব কিংস : শশাঙ্ক সিং (রিটেনশন), প্রভাসিমরান সিং (রিটেনশন),শ্রেয়াশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, আর্শদ্বীপ সিং, মার্কাস স্টোইনিস, মার্কো জানসেন, নেহাল ওয়াধেরা, গ্লেন ম্যাক্সওয়েল, প্রিয়াংশ আর্য্য, জশ ইংলিস, আজমাতুল্লাহ ওমরজাই, লকি ফার্গুসন, বিশাখ বিজয়কুমার, যশ ঠাকুর, হরপ্রীত ব্রার, অ্যারন হার্ডি, বিষ্ণু বিনোদ, জেভিয়ার বার্লেট, কুলদীপ সেন, প্রবীণ দুবে, পাইলা অবিনাশ, সূর্যাংশ শেড়গে, মুশির খান, হরনুর পান্নু। 
মুম্বাই ইন্ডিয়ান্স : জাসপ্রীত বুমরাহ (রিটেনশন), হার্দিক পান্ডিয়া (রিটেনশন), সূর্যকুমার যাদব ( রিটেনশন), রোহিত শর্মা (রিটেনশন), তিলক ভার্মা (রিটেনশন),ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, উইল জ্যাকস, নামান ধীর, আল্লাহ গজনফর, মিচেল স্যান্টনার, রায়ান রিকেলটন, লিজাড উইলিয়ামস, রিচ টপলি, রবিন মিনজ, করণ শর্মা, বিগ্নেশ পুথুর, অর্জুন টেন্ডুলকর, বিভান জন জ্যাকবস, বেঙ্কট সত্যনারায়ণ পেনমেতসা, রাজ অঙ্গদ বাওয়া, কৃষ্ণন সৃজিত, অশ্বনী কুমার। 
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : বিরাট কোহলি (রিটেনশন), রজত পাতিদার (রিটেনশন), যশ দয়াল (রিটেনশন),জশ হ্যাজেলউড, ফিল সল্ট , জিতেশ শর্মা, ভুবনেশ্বর কুমার, লিয়াম লিভিংস্টোন, রাসিখ দার, ক্রুণাল পান্ডিয়া, টিম ডেভিড, জ্যাকব বেথেল, সুয়াশ শর্মা, দেবদূত পাডিক্কাল, নুয়ান থুশারা, রোমারিও শেফার্ড, লুনগিসানি এনগিডি, স্বপ্নিল সিং, মোহিত রাঠি, অভিনন্দন সিং, স্বস্তিক চিকারা, মনোজ ভান্ডাগে। 
সানরাইজার্স হায়দরাবাদ : হেনরিখ ক্লাসেন (রিটেনশন), প্যাট কামিন্স (রিটেনশন), অভিষেক শর্মা (রিটেনশন), ট্রেভিস হেড (রিটেনশন), নিতীশ রেড্ডি (রিটেনশন),ঈশান কিশান, মোহাম্মদ শামি, হার্শাল প্যাটেল, অভিনব মনোহর, রাহুল চাহার, অ্যাডাম জাম্পা, সিমারজিত সিং, এশান মালিঙ্গা, ব্রাইডন কার্স, জয়দেব উনাদকাট, কামিন্দু মেন্ডিস, জিশান আনসারি, সচিন বেবি, অনিকেত ভার্মা, অথর্ব তাইড়ে। 
রাজস্থান রয়্যালস : যশস্বী জয়সওয়াল (রিটেনশন), সঞ্জু স্যামসন (রিটেনশন), ধ্রুব জুরেল (রিটেনশন), রিয়ান পরাগ ( রিটেনশন), শিমরন হেটমেয়ার (রিটেনশন), সন্দীপ শর্মা (রিটেনশন),জফরা আর্চার, তুষার দেশপান্ডে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকসানা, নীতীশ রানা, ফজলহক ফারুকি, কোয়েনা মাফাকা, আকাশ মাধোয়াল, বৈভব সূর্যবংশী, শুভম দুবে, যুধবীর চড়ক, অশোক শর্মা, কুণাল রাঠোর, কুমার কার্তিকেয়।।

Previous Post

চানক্য নীতি – দ্বাদশ অধ্যায়

Next Post

ধীরেন্দ্র শাস্ত্রীর যাত্রায় ‘হর হর মহাদেব’ ধ্বনি দিয়ে অভিনেতা সঞ্জয় দত্ত বললেন,’বাবা বাগেশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস আছে, তিনি যদি উপরে যেতে বলেন আমি তাও যাব’

Next Post
ধীরেন্দ্র শাস্ত্রীর যাত্রায় ‘হর হর মহাদেব’ ধ্বনি দিয়ে অভিনেতা সঞ্জয় দত্ত বললেন,’বাবা বাগেশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস আছে, তিনি যদি উপরে যেতে বলেন আমি তাও যাব’

ধীরেন্দ্র শাস্ত্রীর যাত্রায় 'হর হর মহাদেব' ধ্বনি দিয়ে অভিনেতা সঞ্জয় দত্ত বললেন,'বাবা বাগেশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস আছে, তিনি যদি উপরে যেতে বলেন আমি তাও যাব'

No Result
View All Result

Recent Posts

  • ভারতীয় বীর সেনার জন্য আজ বাংলাদেশ স্বাধীন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একথা বলায় ভারতের জাতীয় পতাকার অবমাননা করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জিহাদি পড়ুয়ারা
  • লক্ষ লক্ষ হিন্দুকে দেশ ছাড়া ও নারীদের গনধর্ষণ করা জামাত ইসলামি বলছে যে তারা নাকি  মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না,  ভারতের বিরুদ্ধে ছিল
  • বাংলাদেশি মুস্তাফিজুর রহমানকে ৯.২০ কোটি টাকায় কিনলো শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স
  • খসড়া ভোটার তালিকায় নাম তুলে ফেললেন তৃণমূলের বহিষ্কৃত পঞ্চায়েত প্রধান “বাংলাদেশি” লাভলি খাতুন ; শাসকদলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ বিজেপির 
  • “দিদি”র উদ্দেশ্যে বাংলায় লেখা চিঠিতে একাধিক বানান ভুল করলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.