এইদিন ওয়েবডেস্ক,পিয়ংইয়ং,২৫ নভেম্বর : ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্কুইড গেম’ পাচার ও বিক্রির অপরাধে এক ব্যক্তিকে ফায়ারিং স্কোয়াডে গুলি করে মৃত্যুদণ্ডের আদেশ দিল একনায়ক কিম জং উন শাসিত উত্তর কোরিয়ার আদালত । এক আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিবেদন থেকে জানা গেছে, ওই ব্যক্তি ইউএসবি ড্রাইভে করে চীন থেকে উত্তর কোরিয়ায় ‘স্কুইড গেম’-এর একটি কপি নিয়ে যান । পরে তা নিজের দেশে তার কপি করে বিক্রি করেন । তা কিনে দেশের একটি উচ্চ বিদ্যালয়ের সাত শিক্ষার্থী ওই সিরিজ দেখেছেন । কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে যায় মূল ব্যক্তিসহ সাত কলেজ পড়ুয়া । তাদের গ্রেফতার করে আদালতে তোলে উত্তর কোরিয়ার পুলিশ ।
শেষ পর্যন্ত ‘স্কুইড গেম’-এর কপি পাচার ও বিক্রির অভিযোগে মূল ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে উত্তর কোরিয়ার আদালত । ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে ওই ব্যক্তির সাজা কার্যকর করা হবে বলে জানা গেছে । পড়ুয়াদের মধ্যে একজনকে সিরিজের পাচার করা কপি কেনার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে । বাকি ৬ পড়ুয়াকে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে । সশ্রম কারাদণ্ড প্রাপ্তদের প্রত্যেককে প্রত্যন্ত অঞ্চলের খনিতে কাজ করার জন্য নির্বাসনের মুখোমুখি হতে হবে । একই সঙ্গে তাদের শিক্ষক ও স্কুল প্রশাসকদেরও বরখাস্ত করা হয়েছে ।
প্রসঙ্গত,স্কুইড গেম হল দক্ষিণ কোরিয়ার একটি অস্তিত্ববাদী টেলিভিশন ধারাবাহিক যা নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে । নেটফ্লিক্স পরিবেশিত এই সিরিজটি বিশ্বব্যাপী ২০২১ সালের ১৭ সেপ্টেম্বর মুক্তি পায় ।জীবনযুদ্ধে পরাজিত ও হতাশাগ্রস্থ কিছু মানুষের গল্প নিয়ে এই থ্রিলার সিরিজ । এই সিরিজে ঋণে জর্জরিত ৪৫৬ জন প্রতিযোগী বিশেষ একটা খেলায় অংশগ্রহণ করে । যাতে জিতলে বিজয়ী পাবে ৩৯ মিলিয়ন ইউএস ডলার । অপরদিকে হারলে মৃত্যু । জনপ্রিয়তার নিরিখে নেটফ্লিক্সের সর্বকালের সেরা টিভি শো হিসাবে বিবেচিত হচ্ছে এই ‘স্কুইড গেম’।
এদিকে উত্তর কোরিয়া বরাবরই অন্য দেশের পণ্য তাদের দেশের প্রবেশের ক্ষেত্রে অত্যন্ত কঠোর ।গত বছর পাস করা হয়েছে ‘প্রতিক্রিয়ামূলক চিন্তা ও সংস্কৃতির নির্মূল’ আইন । ওই আইন মোতাবেক পুঁজিবাদী দেশগুলো বিশেষ করে দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের টেলিভিশন কন্টেন্ট দেখা, সংগ্রহে রাখা বা বিতরণের জন্য শাস্তির ব্যাবস্থা রয়েছে । সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড । সম্ভবত ওই আইন প্রয়োগ করেই ৭ কলেজ পড়ুয়ার শাস্তি কার্যকর করা হয়েছে বলে মনে করা হচ্ছে ।।