এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,০২ সেপ্টেম্বর : আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুনী চিকিৎসককে ধর্ষণ বা গনধর্ষণের পর নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনার ন্যায় বিচারের দাবিতে আজ সোমবার বিজেপির কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে উঠল উত্তরবঙ্গ । আলিপুরদুয়ারে বিজেপির ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়া জনতাকে ছত্রভঙ্গ করতে চললো জলকামান, ফাটানো হয় টিয়ার গ্যাসের শেল। অন্যদিকে কোচবিহারে জেলাশাসক অফিস ঘেরাও অভিযানের সময় প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে পুলিশ টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে নিশীথের নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেধে যায় । বিজেপির কর্মী ও সমর্থকরা ব্যাকিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ জলকামান ছোড়ে এবং কাঁদানে গ্যাসের শেল ফাটায় । পালটা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করেন বিজেপির কর্মী-সমর্থকরা।
জানা গেছে,আজ বিজেপি সাংসদ মনোজ টিগ্গার নেতৃত্বে আলিপুরদুয়ারের জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যা ঘেরা অভিযান কর্মসূচি ছিল বিজেপির । আলিপুরদুয়ার চৌপথী বিএম ক্লাব ময়দান থেকে মিছিল করে ডুয়ার্সকন্যায় যায় বিজেপির বিশাল মিছিল । তার আগে ডুয়ার্সকন্যার সামনে বিশাল ব্যারিকেড দিয়ে রাখে পুলিশ । বিজেপির নেতা ও কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে জলকামান ছুড়ে ও টিয়ার গ্যাসের শেল ফাটিয়ে রোখার চেষ্টা করে পুলিশ । আহত হন সাংসদ মনোজ টিগ্গাসহ বেশ কয়েকজন বিজেপির নেতা ও কর্মী । পরে প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখায় বিজেপি নেতাকর্মীরা ।
অন্যদিকে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নেতৃত্বে আজ কোচবিহার জেলাশাসক অফিস ঘেরাও অভিযান করে বিজেপি । দুপুর ২টা নাগাদ মিছিল জেলাশাসকের দপ্তরের দিকে কিছুটা এগুতেই বাধা দেয় পুলিশ । পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিজেপির নেতা ও কর্মীরা । শুরু হয় বচসা ।নিশীথ প্রামাণিককে পুলিশ টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে নিশীথের নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেধে যায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে । ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে । ক্ষিপ্ত বিজেপি কর্মীরা পুলিশ সুপারের অফিস লক্ষ্য ইটবৃষ্টি শুরু করেন৷ এরপর জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ ।।