এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান) ,০১ এপ্রিল : পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমা এলাকার তিন বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর মনোনয়নে দলীয় কর্মী সমর্থকদের ঢল নামল । বৃহস্পতিবার কাটোয়া মহকুমাশাসকের দফতরে এক সাথে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপির কাটোয়া কেন্দ্রের প্রার্থী শ্যামা মজুমদার, কেতুগ্রামের মথুরা ঘোষ ও মঙ্গলকোটের প্রার্থী রাণাপ্রতাপ গোস্বামী । তার আগে এদিন সকালে প্রচুর সংখ্যায় বিজেপির কর্মী সমর্থকরা কাটোয়ার ঘোষহাটে দলীয় কার্যালয়ে এসে জমায়েত হন । তারপর কার্যালয় থেকে ঢাক ঢোল ও অনান্য বাজনা বাজিয়ে শোভাযাত্রা সহকারে মিছিল শুরু হয় । ঘোষহাট তলা থেকে শুরু হয়ে মিছিল কাটোয়া সুবোধ স্মৃতি রোড, স্টেশন রোড ধরে মহকুমা শাসকের দপ্তরে এসে পৌঁছয় । মিছিলের শুরুতে দুই দলীয় প্রার্থী শ্যামা মজুমদার ও মথুরা ঘোষের সঙ্গে ছিলেন বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলার সভাপতি কৃষ্ণ ঘোষ ও সাংসদ সুনীল মন্ডল । মাঝপথে তাঁদের সঙ্গে যোগ দেন মঙ্গলকোটের প্রার্থী রানা প্রতাপ গোস্বামী । এদিন তিন বিজেপি প্রার্থী একসঙ্গে মনোনয়ন জমা করেন ।
কাটোয়া মহকুমা এলাকার ৩ বিধানসভা ছাড়াও ভাতারের বিজেপি প্রার্থী মহেন্দ্রনাথ কোঁয়ার এদিন মনোনয়ন জমা করেন । দলীয় প্রার্থীর মনোনয়ন ঘিরে ভাতারের বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় । এদিন সকালে বেশ কয়েকটি গাড়িতে করে ঢাক ঢোল বাজিয়ে বর্ধমানে যান বিজেপি কর্মী সমর্থকরা । তারপর প্রার্থীকে সঙ্গে নিয়ে কার্জন গেট থেকে শোভাযাত্রা করে জেলা শাসকের দপ্তরে যান তাঁরা ।
বিজেপি প্রার্থীরা ছাড়াও এদিন মনোনয়ন জমা করলেন কাটোয়া মহকুমার ৩ বিধানসভা কেন্দ্রের এসইউসিআই দলের তিন প্রার্থী । এসইউসিআইয়ে কাটোয়া কেন্দ্রের প্রার্থী অপূর্ব চক্রবর্তী, কেতুগ্ৰামের প্রার্থী সত্যনারায়ণ মন্ডল ও মঙ্গলকোটের প্রার্থী রসিক সোরেন এদিন কাটোয়া মহকুমা শাসকের দপ্তরে এসে মনোনয়ন জমা দেন । তাঁদের মনোনয়ন জমা ঘিরে কঠোর পুলিশি নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছিল ।।