এইদিন ওয়েবডেস্ক,নয়ডা,১৯ ডিসেম্বর : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দেওয়া বাংলাদেশি শেখ আতাউল্লা ওরফে খিচ্চু গণীকে মালদায় গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর পুলিশ কমিশনারেটের অধীন নয়ডার ৩৯ সেক্টর থানার পুলিশ । মালদহ থানার রতুয়ার সাহাপুর এলাকায় ওই বাংলাদেশি জঙ্গির ঠেক থেকে উদ্ধার হয়েছে ৩১৫ বোরের পিস্তল, কার্তুজ, একটি ছুরি, আপত্তিকর কিছু ছবি ও একটি মোবাইল ফোন । একটি ভিডিও বার্তায় নয়ডার নয়ডার অ্যাডিশনাল ডিএসপি বলেছেন,’সোশ্যাল মিডিয়ায় এক্স-এ একটা ভিডিও ভাইরাল হয়েছিল । ওই ভিডিওয় আমাদের দেশের সাংবিধানিক পদে নিযুক্ত একজন জননেতার সম্পর্কে অভদ্র ভাষা প্রয়োগ করা হয়েছিল ৷ ধর্মীয় অনুভূতিতে আঘাত, সাম্প্রদায়িক কথাবার্তা বলা হয়েছিল । তার ভিত্তিতে নয়ডা থানাতে একটি স্বতঃপ্রণোদিতা মামলা দায়ের করা হয় । অভিযুক্তকে ধরতে একটা দল গঠন করা হয়েছিল । শেষ পর্যন্ত শেখ আতাউল্লা নামে এক ব্যক্তিকে চিহ্নিত করা হয় ।’ ধৃতের পরিচয় দিয়ে ওই পুলিশ কর্তা বলেন, ‘শেখ আতাউল্লা মূলত বাংলাদেশের বাসিন্দা । কয়েক বছর আগে সে পশ্চিমবঙ্গের মালদায় চলে আসে । সেখান থেকে সে দিল্লি এসে শাহীনবাগে থাকতে শুরু করে ৷ দুর্বৃত্ত মানসিকতার ওই ব্যক্তির কাছ থেকে কিছু আপত্তিকর বস্তু উদ্ধার হয়েছে ।’
জানা গেছে,কয়েক বছর ধরে দিল্লিতে রিকশা চালকের কাজ করছিল শেখ আতাউল্লা । কিছুদিন আগে সে একটি ইউটিউব চ্যানেলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দেয় এবং বলে সেখানে তাকে বলতে শোনা যায়, “বিসমিল্লা বলে যোগীর কুরবানি দিয়ে দেব।” এছাড়া সে বেশ কিছু সাম্প্রদায়িক কথাবার্তা বলে । সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ গত ১৩ ডিসেম্বর ভাইরাল হয় । ভিডিও ভাইরাল হতেই নয়ডার সেক্টর ৩৯ থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এদিকে পুলিশই তৎপরতার কথা কানে যেতেই মালদায় এসে আত্মগোপন করে বাংলাদেশি শেখ আতাউল্লা । নয়ডা থানার পুলিশ সেখানে হানা দিয়ে তাকে গ্রেফতার করে ।।