এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,০৬ অক্টোবর : ইরানের কারাবন্দি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদীকে ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার দিয়ে সম্মানিত করা হল । ১৯ তম নারী হিসেবে মোহাম্মদী ১২২ বছর পুরনো নোবেল শান্তি পুরস্কারটি পেলেন ।নোবেল কমিটির ওয়েবসাইটে বলা হয়েছে, নার্গিস মোহাম্মদী একজন নারী, মানবাধিকারকর্মী ও স্বাধীনতাযোদ্ধা। তার মতপ্রকাশের স্বাধীনতা ও অধিকারের জন্য সাহসী লড়াইয়ের ফলে ব্যক্তিগত অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। ইরানের শাসকরা তাকে ১৩ বার গ্রেফতার করেছে, পাঁচবার দোষী সাব্যস্ত করেছে, সব মিলিয়ে ৩১ বছরের কারাদণ্ড ও ১৫৪ টি বেত্রাঘাত সহ্য করতে হয়েছে তাঁকে করেছে। তিনি এখনও কারাগারে বন্দি জীবন কাটাতে বাধ্য হচ্ছেন । পাশাপাশি ইরানে নারীদের নিয়ে সরকারের বৈষম্যমূলক ও নিপীড়নমূলক নীতির বিরুদ্ধে গত বছর যে হাজার হাজার বিভিন্ন বয়সের মহিলা বিক্ষোভ করেছেন তাদের আন্দোলনেরও স্বীকৃতি দেওয়া হয়েছে নোবেল কমিটির পক্ষ থেকে । নোবেল কমিটি বলেছে,’বিক্ষোভকারীরা যে মন্ত্র গ্রহণ করেছেন তা হল,”নারী -জীবন-স্বাধীনতা” । যা নার্গিস মোহাম্মদীর আত্মত্যাগ ও কাজকে উপযুক্তভাবে প্রকাশ করে।’
গত বছর সেপ্টেম্বরে হিজাব বিধি না মানায় ২২ বছরের কুর্দি তরুনী মাহাসা আমিনিকে নিজেদের হেফাজতে নিয়ে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলে ইরানের নৈতিকতা পুলিশ । তারপর থেকে ক্ষোভে ফুঁসছে গোটা ইরান । এযাবৎ পাঁচ শতাধিক হিজাব বিরোধী আন্দোলনকারীরে মেরে ফেলেছে ইরান পুলিশ । গ্রেফতার করা হয়েছে কয়েক হাজার আন্দোলনকারীকে । কারাগারের মধ্যে অবর্ণনীয় অত্যাচারের মধ্যে জীবন কাটাতে হচ্ছে তাদের । মহিলা বন্দিরা হচ্ছেন গনধর্ষণের শিকার ।
ইরানে মহিলাদের উপর এই প্রকার অমানবিক অত্যাচার এবং সবার জন্য মানবাধিকারের পক্ষে সোচ্চার হয়েছিলেন নার্গিস মোহাম্মদী । আর এই অপরাধের সাজা স্বরূপ আজও কারাগারে বন্দি ওই নির্ভিক ইরানি মহিলা । ফ্রন্ট লাইন ডিফেন্ডার্স নামের মানবাধিকার সংগঠনের মতে, তেহরানের এভিন কারাগারে এক যুগ ধরে কারাদণ্ড ভোগ করছেন মোহাম্মদী। তার বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে উসকানি ।।