এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২১ মার্চ : নামে চুক্তিভিত্তিক কর্মী হলেও স্থায়ী কর্মীদের থেকে কোনো অংশেই অফিসের দ্বায়িত্ব কম পালন করতে হয় না । উপরন্তু কোনো ভোট এলে ভোটের অতিরিক্ত দায়িত্বও পালন করতে হয় তাদের । এবারে আসন্ন লোকসভা নির্বাচনের ভোটের দায়িত্ব পালন করতে পারবেন না ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে(বিডিও) সাফ জানিয়ে দিলেন পূর্ব বর্ধমান জেলার ভাতারের একশো দিনের কাজ প্রকল্পের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক কর্মীরা । আজ বৃহস্পতিবার বিডিওর কাছে একটি স্বারকলিপি জমা দিয়ে চুক্তিভিত্তিক কর্মীরা দাবি করেছেন যে তাদের সরকারী কর্মীর স্বীকৃতি দেওয়া হোক, তবেই তারা ভোটের দায়িত্ব পালন করবেন ।
জানা গেছে, ভাতার ব্লক ও ব্লকের ১৪ টি গ্রাম পঞ্চায়েত মিলে ৪৩ জন অস্থায়ী কর্মী রয়েছেন । তারা কেউ রোজগার সহায়ক, কেউ স্কিল্ড টেকনিক্যাল পার্শেন, কেউ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, আবার কেউ জুনিয়র প্রোগ্রাম অফিসারের দায়িত্ব পালন করছেন । অস্থায়ী কর্মী ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়, সুমন্ত মল্লিকদের কথায়,’আমাদের সবাই ১০ বছরের অধিক সময় ধরে কাজ করে আসছি । সরকারি কর্মসূচি ‘দূয়ারে সরকার’ থেকে শুরু করে ভোটের ডিউটি,সব কিছুর দায়িত্ব আমাদের পালন করতে হয় । অথচ কর্মের নিশ্চয়তা থেকে শুরু করে অন্য কোনো সুযোগ সুবিধা আমারা পাইনা । বেতনও বাড়ে না আমাদের । আমরা এক প্রকার বঞ্চিত হয়ে আসছি এতগুলো বছর ধরে । তাই আমরা ঠিক করেছি যে আমাদের স্থায়ীকরণ না হলে আর অতিরিক্ত দায়িত্ব পালন করব না ।’ তবে শুধু ভাতার ব্লকই নয়, মঙ্গলকোট ব্লকেও অস্থায়ী কর্মীরা একই দাবি তুলে বিডিওর কাছে স্মারকলিপি জমা দিয়ে আসন্ন নির্বাচন সংক্রান্ত দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন ।।