এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৭ এপ্রিল : ফের একবার যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ‘দ্বিচারিতা’ সামনে এলো । এবারের রমজানে যাদবপুর বিশ্ববিদ্যালে ধুমধাম করে ইফতার পার্টির আয়োজন করার অনুমতি দেওয়া হলেও রামনবমী উদযাপনে অনুমতি মিলল না । শুধু তাই নয়, প্রথমদিকে রাম নবমী পালনের অনুমতি দেওয়া হলেও পরে তা প্রত্যাহার করে নেয় কর্তৃপক্ষ । যুক্তি হিসেবে দেখানো হয়েছে যে রামনবমী উদযাপন করা হলে নাকি বিশ্ববিদ্যালয়ের ‘নিরাপত্তা বিঘ্নিত হবে’ । এবারে বিশ্ববিদ্যালয়ের টেকনোলজি ভবনে রামনবমী উদযাপন হওয়ার কথা ছিল জানা গেছে।
স্বভাবতই যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই প্রকার দ্বিচারিতায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে । করা প্রতিক্রিয়া জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । আজ বুধবার কলকাতার ইকোপার্কে রাম নবমী উৎসবের সূচনা করতে গিয়ে এই বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘ওখানে রাষ্ট্র বিরোধী, সংবিধান বিরোধী, টুকরে টুকরে গ্যাং থাকে। ওখানে একটা গরিব ছাত্রকে মেরে ফেলার পর আমি গিয়েছিলাম, তখন মাওবাদী পরিচয় দিয়ে কিভাবে আমার উপর আক্রমণ হয়েছে আপনারা দেখেছেন ।’ তাঁর অভিযোগ,রাষ্ট্র বিরোধী, সংবিধান বিরোধী, ভারত বিরোধী টুকরো টুকরে গ্যাংকে মমতা ব্যানার্জির আশ্রয় ও প্রশ্রয়ে ওখানে পালিত করা হচ্ছে । আর এই কাজে মমতা ব্যানার্জির দোসর হচ্ছে সিপিএম। যাদের ঠাকুরদা, জ্যাঠারা সবাই চীনে থাকে ।’
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের লাইভ সম্প্রচারের সময় উত্তপ্ত হয়ে উঠেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় । মূলত বামপন্থী ছাত্র সংগঠনগুলি স্ক্রিনিংয়ের বিরোধিতা করে । স্ক্রিনিংয়ের আয়োজক ও এসএফআই সমর্থকদের মধ্যে তুমুল হাতাহাতি হয় । আহত হয় বেশ কয়েকজন । এরপর রাম নবমী পালনেও রাশ টানা হল ওই বিশ্ববিদ্যালয়ে । মূলত পড়ুয়াদের নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু ।।